বাংলার সাংস্কৃতিক জাগরণে ১৫ এপ্রিল রেডব্রীজ বৈশাখীমেলা

নাজ নাঈম ।। বাংলাদেশের কৃষ্টি , সংস্কৃতি আর ঐতিহ্যকে লালন করার প্রয়াসে, সাংস্কৃতিক জাগরণের লক্ষ্যে প্রতিবছরের মত এবার ও  ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাণের মেলা বৈশাখী মেলা। এ উপলক্ষে ৭মার্চ রেডব্রীজ স্থানীয় একটি হলে প্রেস কন্ফারেন্স অনুষ্ঠিত হয় ।

প্রেস কনফারেন্স এ মেলার চেয়ারপারসন শাম ইসলাম , ভাইস চেয়ার পারসন জাহাঙ্গীর খান ও ট্রেজারার নুরূল ইসলাম খান ও কালচারাল সেক্রেটারী সোহেল আহমদ সবার সাথে মত বিনিময় করেন । এবারের মেলার তারিখ নির্ধারণ করা হয়েছে রোববার ১৫ই এপ্রিল ২০১৮. । মেলা অনুষ্ঠিত হবে চ্যাডওয়েল হীথের মে ফ্যায়ার ভ্যানুতে। মেলায় থাকবে প্যারেড, মিউজিক , কনসার্ট , বিভিন্ন পণ্যের স্টল ও প্রতিষ্ঠানের বিপণন। এবারের মেলার বিশেষ আয়োজন হল বাউল সাধক দূরবীন শাহের সাধক জীবন ও গানের বিশেষ উপস্থাপনা। সাংস্কৃতিক ব্যাক্তিত্ব স্বাধীন খসরু এই বিশেষ পর্বের আয়োজন করবেন । বিলেতের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন  পাশাপাশি শিশুশিল্পী ও নবাগত শিল্পীদের সাংস্কৃতিক মেধাকে বিকশিত করার জন্য থাকবে ট্যালেন্ট হান্ট। এবারের বৈশাখী মেলায় রেডব্রীজের পাশাপাশি অন্যান্য ব্যুরোর শিল্পীরাও সাংস্কৃতিক পর্বে অংশ নিতে পারবেন ।

প্রেস কনফারেন্সে আরও যারা উপস্থিত ছিলেন ডাইরেক্টর মাইলিন মলি, ডাইরেক্টর লুনা সাবিরা, সাংস্কৃতিক কর্মী  স্বাধীন খসরু , উদিচির অন্যতম সংগঠক হেলেন ইসলাম , মিডিয়া ব্যাক্তিত্ব সাঈদা চৌধুরী, এমিফ্রো এসেসিয়েট এর ডাইরেক্টর নাজরাতুন নাঈম প্রমূখ।

রেডব্রীজ বৈশাখী মেলার ইভেন্ট কো অর্ডিনেটর জোছনা ইসলাম বলেন তিনি আশা করছেন গত বছরের সফল মেলার মত এবারের মেলা ও হবে  সফল জমজমাট, তবে তিনি বলেন এবারের মেলা হবে আরও বর্ণাঢ্যময় । কালচারাল সেক্রেটারী সোহেল আহমদ বলেন এবারের মেলায় থাকবে অনেক চমক , অনেক নতুন উদ্দীপনা। যারা মেলার কালচারাল পর্বে অংশ নিতে আগ্রহী  তিনি তাদেরকে অবিলম্বে নাম নিবন্ধন করতে অনুরোধ করেছেন। এ ছাড়াও যারা মেলায় স্টল দিতে চান অথবা প্রতিষ্ঠান বা পণ্যের বিজ্ঞাপন দিতে চান তাদেরকে মেলা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে । সুন্দর , জমজমাট  মেলা আয়োজনের জন্য মেলার চেয়ারপারসন শাম ইসলাম ও ভাইস চেয়ার পারসন জাহাঙ্গীর খান  কমিউনিটির সর্বস্তরের , সকল পেশার মানুষদের সহযোগীতা কামনা করেছেন ।

Leave a Reply

More News from Community

More News

Developed by: TechLoge

x