কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত

নিউজ ডেস্কঃ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান আজ সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে (টিআইএ) বিধ্বস্ত হয়েছে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ হতাহতের আশঙ্কা করছে। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেনি।বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর বলেন, অবতরণ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাছের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। বিমানটি ঢাকা থেকে কাঠমান্ডু যাচ্ছিল। স্থানীয় সময় ২.২০-এ বিমানটির অবতরণ করার কথা ছিল।বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। উদ্ধারকারী দল এবং নেপাল সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছেন।টিআইএ কর্তৃপক্ষ মনে করছে, কারিগরি কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

Leave a Reply

More News from আন্তর্জাতিক

More News

Developed by: TechLoge

x