চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হলেন ম্যার্কেল

আন্তর্জাতিক ডেস্ক,জার্মানিঃ চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হলেন অ্যাঙ্গেলা মের্কেল। জাতীয় নির্বাচনের প্রায় ছয় মাস পর জোট গঠন নিয়ে দীর্ঘ দর কষাকষির পর বুধবার পার্লামেন্টের সদস্যদের ভোটে চ্যান্সেলর নির্বাচিত হলেন মের্কেল।বুধবার সকালে গোপন ভোটে জার্মান পার্লামেন্ট বান্ডেস্টাগের ৭০৯ সদস্যদের মধ্যে ৩৬৪ জন ভোট দেন মের্কেলের পক্ষে। এই সংখ্যা প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোটের চেয়ে মাত্র ৯ বেশি। মের্কেলের নিজের দলের ৩৫ আইনপ্রণেতা অবশ্য তাকে ভোট দানে বিরত ছিল।ফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় মের্কেল বলেছেন, ‘আমি ভোটের ফল গ্রহণ করলাম।পরে তিনি নিয়োগপত্র গ্রহণের জন্য রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ওয়াল্টারের দপ্তরে যান। সেখান থেকে তিনি বান্ডেস্টাগে ফিরে আসেন। বুধবার মের্কেলের শপথ ও নতুন মন্ত্রিসভা ঘোষণার কথা।প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর জার্মানির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এতে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মের্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস। শেষ পর্যন্ত ব্যাপক দর কষাকষির পর গত মাসে স্যোশাল ডেমোক্র্যাটস দলের সঙ্গে জোট বাঁধে মের্কেলের দল।

Leave a Reply

Developed by: TechLoge

x