আহত ফরাসি পুলিশের ‘নায়ক’ মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক,ফ্রান্সঃ ফরাসি এলিট পুলিশ বাহিনীর সদস্য ৪৫ বছরের লেফটেন্যান্ট কর্নেল আরনু বেলটামকে ‘নায়ক’ বলেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
শুক্রবার সকালে মরোক্কান বংশোদ্ভূত হামলাকারী রেদোয়ান লাকদিম প্রথমে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী শহর কারকাসোন একজনকে গুলি করে হত্যা করে । পরে পাশের থ্রেব শহরের ‘সুপার ইউ’ নামের একটি সুপারমার্কেটে প্রবেশ করে বেশ কয়েকজনকে জিম্মি করে।সঙ্কটের এক পর্যায়ে জোনদার্ম বাহিনীর সদস্য বেলটাম এক জিম্মির মুক্তির বিনিময়ে নিজেকে হামলাকারীর হাতে তুলে দেন। সেইসঙ্গে নিজের ফোন তিনি ফেলে রাখেন কল চালু অবস্থায়, যাতে বাইরে থাকা সহকর্মীরা পরিস্থিতি বুঝতে পারেন।ওই ফোন লাইনে গুলির শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে ভেতরে ঢুকে পড়েন। ওই সময়ই পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়।হামলাকারীর গুলিতে অন্তত তিনজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।