গাজায় ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা ইসরায়েলি সেনাদের

আন্তর্জাতিক ডেস্ক,ইসরাইলঃ অবরুদ্ধ গাজা সীমান্তে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে। শুক্রবার ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনিরা প্রতিবাদ সমাবেশ করার সময় এ ঘটনা ঘটে।আল-জাজিরা অনলাইন জানিয়েছে, ইয়াসের মুর্তাজা নামের ওই সাংবাদিক গাজাভিত্তিক আইন মিডিয়া এজেন্সিতে চিত্রগ্রাহক হিসেব কর্মরত ছিলেন।শুক্রবার গাজার দক্ষিণে খুজার এলাকায় দায়িত্বপালনকালে সে পেটে গুলিবিদ্ধ হয় বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।ঘটনাস্থলে থাকা হোসাম সালেম নামে এক সাংবাদিক বলেন, ‘আমরা যখন গুলির শব্দ শুনি তখন ইয়েসের আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলছিল। এসময় সে মাটিতে পড়ে যায় এবং আমার গুলি লেগেছে, আমরা গুলি লেগেছে বলে চিৎকার করছিল।’ফিলিস্তিনি সাংবাদিকদের সংগঠন জানিয়েছে, শুক্রবার ওই ঘটনায় আরো সাত সাংবাদিক আহত হয়েছে। এ ঘটনাকে তারা ‘ইসরায়েলি সেনাদের ইচ্ছাকৃতভাবে সংঘটিত অপরাধ’ বলে মন্তব্য করেছে।এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার বিক্ষোভ চলাকালে ইসরায়েলি সেনাদের গুলিতে আরো সাত ফিলিস্তিনি নিহত হয়েছে। এই নিয়ে গত এক সপ্তাহে ইসরায়েলি সেনাদের হাতে ২৭ ফিলিস্তিনির মৃত্যু হলো।

Leave a Reply

Developed by: TechLoge

x