হিমাচলে স্কুলবাস খাদে পড়ে নিহত ২৭ শিশু

আন্তর্জাতিক ডেস্ক,হিমাচল ভারতঃ সোমবার হিমাচলে একটি বেসরকারি  বিদ্যালয়ের বাস দুর্ঘটনার শিকার হয়েছে।হিমাচল প্রদেশের পরিবহনমন্ত্রী গোবিন্দ সিংহ ঠাকুর ওই দুর্ঘটনায় অন্তত ২৭ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পিটিআইকে।পাশাপাশি বাসের চালক ও দুইজন  শিক্ষিকার মৃত্যুর খবরও পাওয়া গেছে।আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের সুচিকিৎসার জন্য চিকিৎসকদের প্রস্তুত রাখার কথা জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।হিমাচল সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।শিশুদের মৃত্যুর এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।সোমবার ওয়াজির রাম সিং পাথানিয়া বেসরকারি বিদ্যালয়ের বাসটি শিশু শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যাত্রা শুরু করেছিল।পথিমধ্যে নুরপুরের মালকাল নামক স্থানে বাসটি পাহাড়ি রাস্তা থেকে গড়িয়ে খাদে পড়ে যায়।শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭ জন শিশুর মৃত্যুর খবর জানা গেলেও,এ সংখ্যা বাড়তে পারে।পুলিশের এসপি সন্তোষ পাতিয়াল বলেছেন,বাসটি ৪২ আসনের হলেও ওই দিন কতজন শিশু বাসে ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।বাসের চালক ৬৭ বছর বয়সী মদন লাল ও ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন। আহতদের সুচিকিৎসার জন্য ৫০ জন চিকিৎসকের একটি দলকে প্রস্তুত রাখা হয়েছে।হিমাচলের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও দুর্ঘটনার বিষয়ে গভীর বেদনার কথা জানিয়েছেন।

Leave a Reply

Developed by: TechLoge

x