কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে সাংবাদিকসহ নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক,আফগানিস্তানঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে দুটি বোমার বিস্ফোরণে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪০ জন।সোমবার সকালের ব্যস্ততম সময়ে দেশটির শাশদারাক এলাকায় এ ঘটনা ঘটেছে।তাৎক্ষনিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।গত সপ্তাহে কাবুলের একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে আত্মঘাতী হামলা চালানো হয়েছিল।এতে ৬০ জন নিহত হয়।মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট পরে ওই হামলার দায় স্বীকার করেছিল।
স্থানীয় সময় সকাল ৮ টার একটু আগে আমেরিকান দূতাবাসের পেছনে একটি সড়কে প্রথম বিস্ফোরণটি ঘটে। ওই এলাকায় আফগান গোয়েন্দা সংস্থাসহ বেশ কয়েকটি সংস্থার অফিস রয়েছে। এক হামলাকারী মোটরসাইকেলে করে এসে বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণ স্থলের চিত্র দেখতে যখন লোকজন ও সাংবাদিকরা জড়ো হচ্ছিল ঠিক তখনই দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।এতে বার্তা সংস্থা এএফপির প্রধান ফটোসাংবাদিক শাহ মারাই নিহত হন।এএফপি টু্ইটার বার্তায় জানিয়েছে, সাংবাদিকদের টার্গেট করে ইচ্ছাকৃতভাবে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল।আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরুহ জানিয়েছেন, নিহতের সংখ্যা ২১ এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন।তবে প্রকৃত হতাহতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।কাবুল পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন,এটা সম্ভববত আত্মঘাতী হামলা হতে পারে। তাৎক্ষনিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।