নাজিবের স্বজনের বাড়িতে পুলিশি অভিযান
আন্তর্জাতিক ডেস্ক,মালয়েশিয়াঃ মালয়েশিয়ার সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাসায় তল্লাশি চালিয়েছে মালয়েশিয়া পুলিশ। শনিবার রাতে কোয়ালালামপুরে তার বসবাসরত ডিলাক্স কোয়ালালামপুর অ্যাপার্টমেন্টে এ তল্লাশি চালানো হয়।স্থানীয় পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএস নিউজ।এর আগে নাজিব রাজাক ও তার স্ত্রীর দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করে অভিবাসন বিভাগ।নাজিব রাজাকের বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ রয়েছে।এই অভিযোগের ভিত্তিতে তাকে বিচারের মুখোমুখি করা হবে বলে মনে করা হচ্ছে।পুলিশ জানিয়েছে,দুর্নীতির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের জন্য এ তল্লাশি চালানো হয়েছে।