নাজিব রাজাকের মালিকানাধীন স্থাপনা থেকে গহনা ও বৈদেশিক মুদ্রা জব্দ
আন্তর্জাতিক ডেস্ক,মালয়েশিয়াঃ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের একটি বিলাসবহুল বাসভবন থেকে ২৮৪ বাক্স ও ১২টির বেশি ব্যাগ ভর্তি অর্থ ও গয়না উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার কুয়ালালামপুরে ওই ভবনে অভিযান চালানো হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নাজিব রাজাকের বিরুদ্ধে ২০১৫ সালে ৭০ কোটি ডলার সরকারি তহবিল তছরুপের অভিযোগ আনা হয়। ওই অভিযোগের তদন্ত অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করছে পুলিশ।পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিচালক অমর সিং জানান, দামি হাতব্যাগ, অলংকার, ঘড়িসহ আরও দামি জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘কী পরিমাণ অলংকার পাওয়া গেছে তা বলতে পারছি না। অলংকারের ব্যাগগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।এ বিষয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলছেন, ‘নাজিবের বিরুদ্ধে বিলিয়ন ডলারের কেলেংকারির ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিলেছে এবং তাঁর বিরুদ্ধে তদন্ত করা হবে। যুক্তরাষ্ট্রসহ আরও ছয়টি দেশ এই দুর্নীতির তদন্ত করছে।’
নাজিব রাজাক যদিও এই দুর্নীতির কথা প্রথম থেকেই অস্বীকার করে আসছেন।গতকাল বৃহস্পতিবার তাঁর আইনজীবী হারপাল সিং এই অভিযানের নিন্দা জানিয়েছে বলেছেন, ‘হয়রানি করার জন্য এই অভিযান চালানো হচ্ছে।’অভিযোগ উঠেছে নাজিবের স্ত্রী রোশমা মানসুরের বেহিসাবি খরচ করতেন। আর জনগণের তহবিল থেকে এসব অর্থ নেওয়া হত। রোশমা বিভিন্ন দেশে ভ্রমণ করতেন। সেই সময় দামি ব্যাগ, ঘড়ি, অলংকার কিনে আনতেন। যদিও এসব ব্যাপারে কখনও কিছুই বলেননি নাজিবের স্ত্রী।গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ১৯৫৭ সাল থেকে ক্ষমতায় থাকা ন্যাশনাল ফ্রন্টের পতন হয়।ওই জোটের নেতৃত্বে ছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব রাজাক। নির্বাচনে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট ‘অ্যালায়েন্স অব হোপ’ জয়লাভ করে। এক সময় এই জোট থেকেই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন মাহাথির।নির্বাচনে পরাজিত হওয়ার পর মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক তাঁর দল এবং জোটের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।গত শনিবার মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ছাড়া সরকারি এক প্রতিবেদনে জানানো হয়, নাজিবের বিলিয়ন ডলার দুর্নীতির তদন্ত পুনরায় শুরু করা হবে।