টেক্সাসে স্কুলে বন্দুকধারীর গুলি, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক,যুক্তরাষ্ট্রঃ শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের একটি স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটেছে।সান্তা ফে হাই স্কুলে এ সময় নিহত হয়েছে অন্তত ৮ জন।সান্তা ফের হ্যারিস কাউন্টির শেরিফ এড গনজালেজ সংবাদসংস্থা সিএনএনকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। গত ৮ দিনে এটি যুক্তরাষ্ট্রে স্কুলে ঘটা তৃতীয় গুলি চালানোর ঘটনা।বছরের শুরু থকে এখন পর্যন্ত এমন ঘটনার সংখ্যা গিয়ে দাঁড়াল ২২টিতে।সান্তা ফে স্কুলের ঘটনাটির কথা জেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রকাশ্যে গুলি চালানোর ঘটনাগুলো বেশি ঘটে যাচ্ছে।শেরিফ গনজালেজ বলেছেন, সান্তা ফে স্কুলের গোলাগুলির ঘটনায় ২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের দুইজনকেই শিক্ষার্থী বলে মনে করা হচ্ছে।নিহতদের বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলির শব্দ শুনে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ছুটে বেরিয়ে গিয়েছিল।তারা স্কুলের ঘণ্টা বাজতে শুনেছেন। আর্ট ক্লাসে ঢুকে গুলি চালানো ব্যক্তিটির অস্ত্রটিকে শটগান হিসেবে চিহ্নিত করেছেন প্রত্যক্ষদর্শীরা।শুক্রবারে সান্তা ফে হাই স্কুলের ওই গুলির ঘটনা ছাড়াও গত ৮ দিনের মধ্যে আরও দুটি এমন ঘটনা ঘটেছে। গত বুধবার ইলিনয়ের ডিক্সন হাই স্কুলের গ্রাজুয়েশন অনুষ্ঠানের প্রস্তুতিপর্বে গুলি চালিয়ে এক কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। ওই ঘটনায়  মারাত্মক আহত হয় বিদ্যালয়ের সাবেক এক ছাত্র।  এছাড়া গত ১১ মে ক্যালিফোর্নিয়ার পালমাডেলে ১৪ বছরের এক কিশোর হাইল্যান্ড স্কুলে আধা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি ছোঁড়া শুরু করেছিল। ওই ঘটনায় একজন আহত হয়েছিল একজন।হোয়াইট হাউসের ইস্ট রুমে বক্তব্য দেওয়ার শুরুতে ট্রাম্প বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে আমাকে টেক্সাসের সান্তা ফে স্কুলে প্রাণঘাতি গোলাগুলির ঘটনায় শোক প্রকাশ করে শুরু করতে হচ্ছে। এটা আমাদের দেশে খুব বেশি ঘটে যাচ্ছে। অনেক বছর ধরে। অনেক দশক ধরে এখন পর্যন্ত চলছে। তিনি জানান, স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে ফেডারেল কর্মকর্তারা এই ঘটনার তদন্তে কাজ করছেন।

Leave a Reply

Developed by: TechLoge

x