ওমানের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক,ওমানঃ ঘূর্ণিঝড় মেকুনু প্রবল বাতাস ও বৃষ্টিপাত নিয়ে ওমানের দক্ষিণ উপকূলে আঘাত হেনেছে।ঝড়ের আঘাতে ১২ বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো তিনজন।পুলিশ জানিয়েছে, বাতাসের ঘূর্ণির কারণে ওই দেয়ালের সঙ্গে শিশুটি আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে।রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, ধোফার ও আল-উস্তা প্রদেশে প্রায় অর্ধশত গাড়ি পানিতে তলিয়ে গেছে।বিবিসি জানিয়েছে,শুক্রবার ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চয় করে ঘন্টায় ১৭০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে আঘাত হানে। পরে এটি নিস্তেজ হতে শুরু করে।এর আগে ঘূর্ণিঝড়টি ওমানের দ্বিতীয় বৃহত্তম শহর সালালাহর পশ্চিমে আঘাত হানে। পরের দিন এটি ইয়েমিনি দ্বীপ সকোতরাতে আঘাত হানে।ঝড়ের আঘাতে সেখানে সাতজনের মৃত্যু হয়েছে।ধোফার ও আল-উস্তা প্রদেশের কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।সালাহ অঞ্চলের স্কুল ও সরকারি বাসভবন থেকে প্রায় ১০ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে বলে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন।

Leave a Reply

Developed by: TechLoge

x