আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে সফর করবেন উ. কোরিয়ার সাবেক গোয়েন্দা প্রধান
আন্তর্জাতিক ডেস্ক,যুক্তরাষ্ট্রঃ যুক্তরাষ্ট্র সফরে যাবেন উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা ও সাবেক গোয়েন্দা প্রধান কিম ইয়ং-চল।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের অনুষ্ঠেয় বৈঠক নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার উদ্দেশ্যে এই সফর করবেন তিনি।এ খবর দিয়েছে বিবিসি।খবরে বলা হয়, জুনের ১২ তারিখ সিঙ্গাপুরে ট্রাম্প-কিম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে সোমবার উত্তর কোরিয়ায় সফর করে একটি মার্কিন প্রতিনিধিদল।এর পরপরই ইয়ং-চলের যুক্তরাষ্ট্রে সফরের খবর প্রকাশিত হল। তিনি কিম জং উনের সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের একজন।
দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়নহাপ জানিয়েছে, বুধবার যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন কিম ইয়ং-চল।এর আগে তিনি বেইজিং-এ থামবেন। ২০০০ সালের পরে তিনিই হবেন যুক্তরাষ্ট্র ভ্রমণকারী সবচেয়ে উচ্চ পর্যায়ের উত্তর কোরীয় কর্মকর্তা।সম্প্রতি নানা নাটকীয়তা শেষে আসন্ন বৈঠকটি সফল করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া।গত বৃহস্পতিবার কিমকে পাঠানো এক চিঠির মাধ্যমে বৈঠকটি বাতিলের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তবে পরবর্তীতে আবার মত পাল্টান তিনি।বৈঠকটি সম্পন্ন হলে এটি হবে কোন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার নেতার মধ্যে প্রথম বৈঠক।এর আগে কোন ক্ষমতাসীন মার্কিন নেতা উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠকে বসেননি।