কেবল নিজের ভোটটি পেল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক,যুক্তরাষ্ট্রঃ ফিলিস্তিনের গাজা সীমান্তে বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।শুক্রবার কুয়েতের তৈরি করা খসড়া নিন্দা প্রস্তাবে যুক্তরাষ্ট্রের এই আপত্তির কারণে তা কার্যকর করা যায়নি।প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছিল রাশিয়া, চীন, ফ্রান্সসহ ৯টি সদস্য দেশ।আর ভোটদানে বিরত ছিল ব্রিটেনসহ চারটি দেশ।এই প্রস্তাবে ভেটো দেওয়ার পর গাজায় সংঘর্ষের জন্য হামাসকে দায়ী করে পাল্টা নিন্দা প্রস্তাব এনেছিল যুক্তরাষ্ট্র। তবে তাদের খসড়াটি কোনো দেশের সমর্থন পায়নি।এ প্রসঙ্গে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন,   দুটি ভোটে দেখা গেল জাতিসংঘ ইসরায়েলকে দোষী করতে চাইছে আর হামাসকে দায়মুক্ত রাখতে চাইছে।তিনি বলেন, ‘এটা এখন পুরোপুরি স্পষ্ট যে জাতিসংঘ ইসরায়েলের সঙ্গে পক্ষপাতদুষ্ট আচরণ করছে।ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেছেন, মার্কিন ভেটো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশ্বস্ততা ও কর্তৃত্বকে ক্ষুণ্ন করবে এবং যুক্তরাষ্ট্র যে চরম অশুভ উদ্দেশ্য পোষণ করে তা এই ভেটোর মাধ্যমে প্রমাণ হয়েছে।

Leave a Reply

Developed by: TechLoge

x