শীর্ষ ৩ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন কিম

আন্তর্জাতিক ডেস্ক,যুক্তরাষ্ট্র,উত্তর কোরিয়ারঃ  উত্তর কোরিয়ার শীর্ষ তিন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।নাম না প্রকাশের শর্তে রবিবার এ কথা জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা।বিশ্লেষকদের মতে,আন্তর্জাতিক মহলের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নে জড়াতে উত্তর কোরিয়ার জন্য সহায়ক হবে এই পদক্ষেপ।এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।খবরে বলা হয়, আগামী ১২ তারিখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।অনুষ্ঠিত হলে এটা হবে কোন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরীয় নেতার মধ্যকার প্রথম বৈঠক।দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহাপে প্রকাশিত এক খবর অনুসারে, উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে।তাদের জায়গায় নতুন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।নাম না প্রকাশিত ওই মার্কিন কর্মকর্তা ইয়োনহাপের ওই  প্রতিবেদনটি নিয়ে মন্তব্য করে উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তা বরখাস্তের বিষয় নিশ্চিত করেন। কিম জং উন কেন তার তিন শীর্ষ সামরিক কর্মকর্তাকে আচমকা সরিয়ে দিয়েছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে বিশ্লেষকরা বলেন, এতে করে দেশটির সেনাবাহিনীর( কেপিএ ) ওপর তার নিয়ন্ত্রণ আরো জোরদার হয়েছে।

ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠকটি সফল হলে উত্তর কোরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। দেশটির জন্য খুলে যাবে আন্তর্জাতিক মহলের দুয়ার। বিভিন্ন দেশের সঙ্গে দ্রুত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে জড়িয়ে পড়বে কিম জং উনের দেশ। সেজন্য এই পদক্ষেপ অনেকটা পূর্ব প্রস্তুতির মতো।

অলাভজনক গবেষণা ও বিশ্লেষণ সংস্থা সিএনএ’র ‘ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গ্রুপের’ পরিচালক কেন গৌসে বলেন,কিম জং উন যদি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে শান্তি স্থাপনের সিদ্ধান্তে অটল থাকে এবং পারমাণবিক কর্মসূচি বিষয়ে চুক্তি করা নিয়ে মনস্থির করে ফেলে, তাহলে তার কেপিএ’র প্রভাব সীমিত করে বাহিনীটিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে।গৌসে আরো বলেন,এই রদবদল কিমকে ঠিক তেমনটাই করার সুযোগ করে দেবে।তারা একমাত্র কিম  জং উনের অনুগত। আর কারো নয়।

নাম না প্রকাশিত এক এক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী পাক ইয়ং সিক, কেপিএ’র চিফ অফ জেনারেল স্টাফ রি মিয়োং সু’কে বরখাস্ত করা হয়েছে। নতুন  প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সামরিক মন্ত্রণালয়ের প্রথম ভাইস-প্রেসিডেন্ট নো কোয়াং চলকে।এছাড়া সামরিক বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ রি মিয়োং সু’র জায়গায় নিয়োগ দেয়া হয়েছে তার সাবেক সহকারী রি ইয়ং গিলকে।উত্তর কোরিয়ার গণমাধ্যমে এর আগে বলা হয়েছিল, কেপিএ’র সাধারণ রাজনৈতিক ব্যুরোর পরিচালক কিম জং গাককে বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে আর্মি জেনারেল কিম সু গিলকে।উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তাদের বরখাস্তের বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউস,সিআইএ ও জাতীয় নিরাপত্তা বিষয়ক পরিচালকের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে কোন সাড়া পাওয়া যায়নি।এছাড়া ইয়োনহাপের প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রিকরন ও প্রতিরক্ষা  মন্ত্রণালয়।তবে পুনরেকত্রিকরণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, উত্তরের কর্মকাণ্ডের প্রতি গভীর নজর রাখছে দক্ষিণ কোরিয়া সরকার।

Leave a Reply

Developed by: TechLoge

x