ঈদ উপলক্ষে তালেবানের অস্ত্রবিরতি

আন্তর্জাতিক ডেস্ক,আফগানিস্তানঃ আফগান সরকারের সঙ্গে তালেবান যোদ্ধারা তিন দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে।এ মাসের শেষে ঈদের জন্য যুদ্ধবিরতি।তবে এর আগে তালেবান সরকার একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে।খবর বিবিসি।২০০১ সালে মার্কিন হামলায় তালেবান সরকার ক্ষমতা হারানোর পর এটাই প্রথম আফগান সরকারের সঙ্গে তালেবানের প্রথম যুদ্ধবিরতি।তালেবান জানায়,বিদেশি বাহিনী ছাড়া ছুটির সময় সব অভিযান বন্ধ থাকবে।সম্প্রতি তালেবান যোদ্ধারা ডজনখানেক আফগান নিরাপত্তা সৈন্য হত্যা করেছে।এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি বলেছেন,তালেবান জঙ্গিদের একটা ব্যাপার বোঝা উচিত যে,তাদের হিংসাত্মক প্রচারাভিযান জনগণের হৃদয় ও মনজয় করতে পারেনি বরং আফগানিস্তানের জনগণ তাদের থেকে বিচ্ছিন্ন হয়েছে।

Leave a Reply

Developed by: TechLoge

x