আমেরিকার কাছে মাথা নোয়াবে না ইরান: হাসান রুহানি

আন্তর্জাতিক ডেস্ক,ইরানঃ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন,তার দেশ কখনো আমেরিকার অন্যায় দাবি ও চাপের কাছে নতি স্বীকার করবে না।মার্কিন সরকার ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর চাপ প্রয়োগের যে চেষ্টা করছে সে প্রসঙ্গে তিনি এ কথা বলেন।প্রেসিডেন্ট রুহানি বুধবার বিকেলে তেহরানে শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেন,আমরা চাপের কাছে নত হব না বরং আমেরিকার মোকাবিলায় আমাদের জাতীয় ও ঐতিহাসিক মর্যাদা রক্ষা করব। আমরা দৃঢ় প্রত্যয়ের এ যুদ্ধে আমেরিকাকে পরাজিত করব।ইরানের প্রেসিডেন্ট বলেন,বিশ্ব শক্তিগুলো একদিন এ সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য হবে যে,তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ভুল পথ বেছে নিয়েছে।তিনি বলেন,আজ ইরানি জনগণের সম্মান ও মর্যাদার পতাকা উত্তোলন করার দিন। আমরা বিশ্বকে দেখিয়ে দেব যে,আমরা কষ্ট ও সমস্যা সহ্য করতে রাজি আছি কিন্তু আমাদের স্বাধীনতা,মর্যাদা ও গণতন্ত্রের প্রশ্নে আপোষ করতে প্রস্তুত নই।প্রেসিডেন্ট হাসান রুহানি আরো বলেন,আমেরিকার পক্ষ থেকে শুরু করা অর্থনৈতিক যুদ্ধে তার প্রশাসন ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে যুদ্ধ করছে।এসময় নিজের পদত্যাগের আশঙ্কা নাকচ করে দিয়ে প্রেসিডেন্ট রুহানি বলেন, তার সরকার শেষ পর্যন্ত তার দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবে।

সূত্র: পার্স টুডে

Leave a Reply

Developed by: TechLoge

x