যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে পত্রিকার নিউজরুমে গুলি করে ৫ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক,যুক্তরাষ্ট্রঃ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী অ্যানাপোলিসে ‘ক্যাপিটাল গেজেট’ নামে একটি পত্রিকার নিউজরুমে গুলির ঘটনা ঘটেছে।এতে ওই পত্রিকাটির পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরো কয়েকজন।স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলের দিকে রাজধানীর অ্যানি আরুন্ডেল এলাকায় এ ঘটনা ঘটে।অ্যানি আরুন্ডেল পুলিশ,গোয়েন্দা সংস্থা এফবিআই ও এটিএফও এ হামলার সত্যতা নিশ্চিত করেছে।পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়,অ্যানাপোলিসের ৮৮৮ বেস্টগেট রোডে পত্রিকাটির কার্যালয়ে এ ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের ভবনটি ঘেরাও করে রাখা হয়েছে।পত্রিকাটির ক্রাইম রিপোর্টার ফিল ডেভিস টুইট করে জানিয়েছেন,বেশ কিছু লোকজনকে গুলি করা হয়েছে।তাদের মধ্যে কেউ হয়তো মারা গেছেন।এর চেয়ে ভয়ংকর আর কী হতে পারে যে,অফিসের ডেস্কের নিচে লুকিয়ে আপনি সন্ত্রাসীদের গুলি রিলোডের শব্দ শুনতে পাচ্ছেন।এ ঘটনায় এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Leave a Reply

Developed by: TechLoge

x