পাকিস্তানের একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক,পাকিস্তানঃ পাকিস্তানের ১১তম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।আজ স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ অনুষ্ঠান।৮৫ হাজার ৩০৭টি ভোটকেন্দ্রে একযোগে ভোট দিচ্ছেন দেশটির  মানুষ।এরই মধ্যে লাহোর মডেল টাউনের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ বা পিএমএল-এনের প্রধান শেহবাজ শরিফ।

কেন্দ্রে ভোটারদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে ২৫ জুলাই সরকারি ছুটি ঘোষণা করে পাকিস্তান সরকার। এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১০ কোটি ৬০ লাখ।  নির্বিঘ্নে ভোট গ্রহণ পরিচালনায় নির্বাচন কমিশনের অনুরোধে সব ভোটকেন্দ্রে তিন লাখ ৭০ হাজারের বেশি সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।ভোট গ্রহণ চলবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর শুরু হবে ভোট গণনা। সন্ধ্যা ৭টার আগে গণমাধ্যমগুলোকে অনানুষ্ঠানিক ফল প্রকাশ না করতে অনুরোধ জানিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন।নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং সাবেক ক্রিকেটার ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মধ্যে হাড্ডাহড্ডি লড়াই হবে আভাস দিয়েছে জরিপকারী সংস্থাগুলো।

Leave a Reply

Developed by: TechLoge

x