চিকিৎসায় পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন থেরাপি আবিষ্কার করে নোবেল পেলেন দুজন
আন্তর্জাতিক ডেস্ক,সুইডেনঃ চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষক জেমস পি.অ্যালিসন ও জাপানের গবেষক তাসুকু হোনজো।
সোমবার সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট চলতি বছরের চিকিৎসায় নোবেল ঘোষণা করে।ক্যানসার নিয়ে গবেষণায় দুই বিজ্ঞানীর নোবেল পেয়েছেন বলে ইনস্টিটিউটের টুইটারে জানানো হয়েছে।এই দুই গবেষক ক্যানসার চিকিৎসায় নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন থেরাপি আবিষ্কার করেছেন।চিকিৎসায় নোবেল দেওয়ার মাধ্যম এ বছরের নোবেল ঘোষণা শুরু হলো। এরপর পর্যায়ক্রমে পদার্থ,রসায়ন,শান্তি এবং অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।এ বছর রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি সাহিত্যের নোবেল পুরস্কার স্থগিত করেছে।