লেজার নিয়ে গবেষণায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক,সুইডেনঃ পদার্থবিদ্যায় এ বছর নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের আর্থার আশকিন, ফ্রান্সের রেজার্ড মুরু ও কানাডার ডোনা স্ট্রিকল্যান্ড।লেসার নিয়ে গবেষণায় যুগান্তকারী উদ্ভাবনের জন্য তারা এ পুরস্কারে মনোনীত হন।মঙ্গলবার পদার্থবিদ্যায় চলতি বছরের বিজয়ী হিসেবে এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করেন রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনারের মধ্যে আশকিন পাবেন অর্ধেক।আর বাকি অর্ধেক মুরু ও স্ট্রিকল্যান্ড ভাগ করে নেবেন।

আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।আলবার্ট আইনস্টাইনের অপেক্ষবাদ তত্ত্বের মহাকর্ষীয় তরঙ্গ বাস্তবে শনাক্ত করার গবেষণার জন্য রাইনার ভাইস,কিপ এস থর্ন ও ব্যারি বারিশ গতবছর পদার্থে নোবেল পেয়েছিলেনবুধবার রসায়ন,শুক্রবার শান্তি এবং আগামী ৮ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

উল্লেখ্য,বিতর্কের মধ্যে রয়্যাল সুইডিশ একাডেমি এবারের সাহিত্যের নোবেল পুরস্কার স্থগিত করেছে।

Leave a Reply

More News from আন্তর্জাতিক

More News

Developed by: TechLoge

x