শান্তিতে নোবেল পেলেন নাদিয়া মুরাদ-ড্যানিশ মুকওয়্যাগা

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিধ্বস্ত এলাকায় যৌন হয়রানি বন্ধে ভূমিকা রাখায় এ বছর শান্তিতে যৌথভাবে নোবেল পুরষ্কার পেলেন ইরাকের নাদিয়া মুরাদ ও কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েজি।শুক্রবার (৫ অক্টোবর) নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে।ডেনিস মুকওয়েজি ও তার টিম যুদ্ধবিধ্বস্ত কঙ্গোয় হতাহতদের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে জানিয়েছে নোবেল কমিটি। অন্যদিকে, নাদিয়া মুরাদ ইরাকের ইয়াজিদি সম্প্রদায়ের সদস্য, যাকে আইএস জঙ্গিরা আটকে রেখে যৌন দাসী হিসেবে কাজে লাগায়।

Leave a Reply

Developed by: TechLoge

x