ইস্তানবুলে সৌদি কনস্যুলেট তল্লাশি করবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক,তুরস্কঃ সৌদি আরবের নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগির খোঁজে সোমবার ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে তল্লাশি চালাবে তুরস্কের কর্মকর্তারা।তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।দিনের শেষ ভাগে অথবা সন্ধ্যার পর তল্লাশি অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। খবর বিবিসির।

ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের প্রবেশের পর খাশোগির নিখোঁজ রহস্য নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ছে সৌদি আরবের ওপর। এ অবস্থায় সোমবার এ ঘটনার অভ্যন্তরীণ তদন্ত করতে সৌদি আরবের পাবলিক প্রসিকিউটরকে নির্দেশ দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। তুর্কি কর্মকর্তাদের সহযোগিতায় তদন্ত কাজ দ্রুততার সঙ্গে করারও নির্দেশ দেন তিনি।

অক্টোবরের ২ তারিখে কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। তুরস্ক বলছে একইদিন সৌদি আরব থেকে ইস্তাম্বুল আসা সৌদি গোয়েন্দাদের ১৫ সদস্যের একটি দল কনস্যুলেটের ভেতরে ঢুকে খাশোগিকে খুন করেছে।তবে সৌদি আরব অভিযোগ অস্বীকার করে বলছে, কাজ শেষে কনস্যুলেট ত্যাগ করেছেন খাশোগি। যদিও দাবির পক্ষে কোন প্রমাণ হাজির করতে পারেনি দেশটি।খাশোগি দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক ছিলেন তিনি।

Leave a Reply

More News from আন্তর্জাতিক

More News

Developed by: TechLoge

x