লাশ চেয়ে সাংবাদিক খাসোগির দুই ছেলের মিনতি
আন্তর্জাতিক ডেস্ক,সৌদি আরবঃ বাবার লাশ পেতে আকুতি জানালেন খাশোগির দুই ছেলে সালাহ ও আবদুল্লাহ খাশোগি।সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এই আকুতি জানান।খবর সিএনএনের।তারা তার বাবাকে ‘সাহসী ও উদার’ আখ্যায়িত করে বলেন,আমরা গত কয়েক সপ্তাহ ধরে বাবার নিখোঁজ হয়ে যাওয়া ও তার খুন হওয়ার তীব্র মানসিক যন্ত্রণা সহ্য করতেছি।তারা বলেন,বাবার লাশ এখনো পেলাম না এর থেকে কষ্টদায়ক আর কি হতে পারে।খাশোগির জ্যেষ্ঠ পুত্র সালাহ বলেন,আমরা এখন যেটা চাচ্ছি বাবার লাশ দাফন করতে।আর সেটা মদিনায় করতে চাই।তিনি আরো বলেন,আমার বাবা একজন শান্তশিষ্ট লোক ছিলেন।সবার কাছে তিনি ছিলেন প্রিয়।আবার বাবা সবাইকে সমান চোখে দেখতেন এবং সম্মান করতেন।
সালাহ আশা প্রকাশ করে বলেন,আমি সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি,আশা করছি শিগগিরই বাবার লাশ পাবো।দুই ভাইয়ের অভিযোগ,কিছু মানুষ তার বাবাকে ভুলভাবে উপস্থাপন করেছে।এজন্য রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি।সৌদি সাংবাদিক জামাল খাশোগি খুন হওয়ার এক মাস অতিবাহিত হয়েছে।এখনো পাওয়া যায়নি খাশোগির লাশ।খাশোগির লাশ নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তুরস্ক।তুরস্কের তরফ থেকে বলা হয় খাশোগির লাশ টুকরা করে এসিডে পুড়িয়ে ফেলা হয়।আবার রবিবার বলা হয়,খাশোগির লাশ টুকরা করে পাঁচটি স্যুটকেসে ভরে পাচার করা হয়েছে।