স্বাধীনতা চায় না নিউ ক্যালেডোনিয়া
আন্তর্জাতিক ডেস্ক,ক্যালিডোনিয়াঃ প্রশান্ত মহাসাগরে ফ্রান্সের অধীনে থাকা অঞ্চল নিউ ক্যালেডোনিয়া স্বাধীনতা চায় না।রোববার স্বাধীনতার প্রশ্নে গণভোটের দুই-তৃতীয়াংশ ভোট গণনার পর এমন ইঙ্গিতই মিলেছে।স্থানীয় টেলিভিশন চ্যানেলর এনসি লা ওয়ান ইরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,ভোটে অংশগ্রহণের হার ৮০ দশমিক ৭ শতাংশ।দুই-তৃতীয়াংশ ভোট গণনা হয়েছে।এতে দেখা গেছে ৫৯ দশমিক ৫ শতাংশ ভোটার স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়েছে।গ্রিনিচ মান সময় রাত ১১ টা ৩০ মিনিটে পূর্ণ ফলাফল জানা যাবে।
ইলেকট্রনিক্স পণ্য তৈরির গুরুত্বপূর্ণ উপাদান নিকেলের বড় খনি রয়েছে নিউ ক্যালেডোনিয়ায়।তাই অস্ট্রেলিয়ার পূর্ব দিকে অবস্থিত এই উপনিবেশটি ফ্রান্সের জন্য কৌশলগত রাজনীতির ও অর্থনীতির গুরুত্বপূর্ন সম্পদ।নিউ ক্যালেডোনিয়ায় ভোটারের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ।এদের মধ্যে আদিবাসী কানাকসরা মাত্র ৩৯ দশমিক ১ শতাংশ।দুই দশক আগে স্বাধীনতা চেয়ে কানাকসরাই সহিংস প্রচারণা চালিয়েছিল।এর পরিপ্রেক্ষিতে গণভোটের প্রতিশ্রুতি দিয়ে একটি চুক্তি করেছিল ফ্রান্স।