দলই’র বাড়ী ট্রাস্ট ইউকের বার্ষিক সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। চারখাই দলই’র বাড়ী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের এক বার্ষিক সভা ও দোয়া মাহফিল পূর্ব লন্ডনের ইস্ট এন্ড ইভেন্টস হলে অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টবর রবিবার সংগঠনের সভাপতি আহাদ কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় খালিকুজ্জামান টিপু, মুহম্মদ মুজাহিদুল ইসলাম মুন্না, মোঃ মফিজুল ইসলাম রুলু, মোঃ কামরুজ্জামান মিঠু, জামিল আহমদ, মোঃ মনিরুজ্জামান মিলু ও আরো অনেকে উপস্থিত ছিলেন ।
সভায় গত বার্ষিক পরিকল্পনায় স্থানীয় উন্নয়নে ৬লক্ষ ৪৫হাজার, ২লক্ষ আর্থিক সহযোগিতা ও ১লক্ষ ৫০ হাজার টাকা আনুসাঙ্গিক ব্যয় চারখাই দলই’র বাড়ী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষথেকে নির্বাহ করা হয় বলে অর্থ সম্পাদকের মাধ্যমে জানানো হয়। সভায় ১জন অসহায় রোগী ও ১জন অনাথের বিবাহে সাহায্যের জন্য তাৎক্ষণিক ৭৮ হাজার টাকা উত্তোলন করা হয়। সভায় গত বার্ষিক পরিকল্পনায় স্থানীয় উন্নয়ন, আর্থিক সহযোগিতা ও আনুসাঙ্গিক ব্যয়ের পরেও চারখাই দলই’র বাড়ী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের একাউন্টে ১লক্ষ ৫৫ হাজার টাকা জমা রয়েছে বলে অর্থ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম রুলু উপস্থিত সকলকে অবহিত করেন।
সভাশেষে চারখাই দলই’র বাড়ী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আহাদ কবির চৌধুরীর মাতা সদ্য প্রয়াত ফয়জুন্নেছা চৌধুরী ও সহ- সম্পাদক মাসুম আহমদের মাতা রাবিয়া বেগমের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজ জামিল আহমদ।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী