দলই’র বাড়ী ট্রাস্ট ইউকের বার্ষিক সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। চারখাই দলই’র বাড়ী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের এক বার্ষিক সভা ও  দোয়া মাহফিল পূর্ব লন্ডনের ইস্ট এন্ড ইভেন্টস হলে অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টবর রবিবার সংগঠনের সভাপতি আহাদ কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় খালিকুজ্জামান টিপু, মুহম্মদ মুজাহিদুল ইসলাম মুন্না, মোঃ মফিজুল ইসলাম রুলু, মোঃ কামরুজ্জামান মিঠু, জামিল আহমদ, মোঃ মনিরুজ্জামান মিলু ও আরো অনেকে উপস্থিত ছিলেন ।

সভায় গত বার্ষিক পরিকল্পনায় স্থানীয় উন্নয়নে ৬লক্ষ ৪৫হাজার, ২লক্ষ আর্থিক সহযোগিতা ও ১লক্ষ ৫০ হাজার টাকা আনুসাঙ্গিক ব্যয় চারখাই দলই’র বাড়ী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষথেকে নির্বাহ করা হয় বলে অর্থ সম্পাদকের মাধ্যমে জানানো হয়। সভায়  ১জন অসহায় রোগী ও ১জন অনাথের বিবাহে সাহায্যের জন্য তাৎক্ষণিক ৭৮ হাজার টাকা উত্তোলন করা হয়। সভায় গত বার্ষিক পরিকল্পনায় স্থানীয় উন্নয়ন, আর্থিক সহযোগিতা ও আনুসাঙ্গিক ব্যয়ের পরেও চারখাই দলই’র বাড়ী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের একাউন্টে ১লক্ষ ৫৫ হাজার টাকা জমা রয়েছে বলে অর্থ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম রুলু উপস্থিত সকলকে অবহিত করেন।

সভাশেষে চারখাই দলই’র বাড়ী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আহাদ কবির চৌধুরীর  মাতা  সদ্য প্রয়াত ফয়জুন্নেছা চৌধুরী ও সহ- সম্পাদক মাসুম আহমদের মাতা রাবিয়া বেগমের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজ জামিল আহমদ।

 

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x