দায়িত্ব নেওয়ার দশম দিনে মেক্সিকোর গভর্নর নিহত
আন্তর্জাতিক ডেস্ক,মেক্সিকোঃ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন মেক্সিকোর পুয়েবলা রাজ্যের গভর্নর মার্থা এরিকা আলানসো।এরিকার সঙ্গে থাকা তাঁর স্বামী রাফায়েল মোরেনো ভ্যালও নিহত হয়েছেন।রাফায়েল মোরেনো ভ্যাল দেশটির একজন সিনেটর।সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে,স্থানীয় সময় গতকাল সোমবার ওই দুর্ঘটনা ঘটে।ওই ঘটনায় আরো দুই পাইলটসহ তিনজন নিহত হয়েছেন।গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ১০ দিনের মাথায় নিহত হলেন মার্থা এরিকা আলানসো।জানা যায়,উড্ডয়নের কিছুক্ষণ পরেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।গত ১৪ ডিসেম্বর ৪৫ বছর বয়সী মার্থা এরিকা আলানসো পুয়েবলা রাজ্যের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।তিনি দেশটির ‘পান’ পার্টির সদস্য ছিলেন।মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর গভর্নর ও তাঁর স্বামীর মৃত্যুর বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন।টুইটারে লেখা এক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।কেন ও কীভাবে এ দুর্ঘটনা ঘটল,তা জানতে তদন্ত পরিচালনা করা হবে বলে জানান তিনি।