হোয়াইট হাউসে আমি বড্ড একা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক,যুক্তরাষ্ট্রঃ হোয়াইট হাউজে পাশে কেউ নেই বলে আফসোস করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার বড়দিনের আগেরদিন এমন টুইট করেন ট্রাম্প।কার্যতও তিনি একা।মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার অর্থ ছাড়ে সিনেটররা পাশে নেই তার।বড় দিন উপলক্ষে ছুটিতে বেশিরভাগ সহকর্মী ও স্বজনরাও।টুইটে ট্রাম্প বলেন,হোয়াইট হাউজে আমি একেবারেই একা (বেচারা আমি)।অপেক্ষা করছি,ডেমোক্রাটরা কখন ফিরে আসবে এবং গুরুত্বপূর্ণ সীমান্ত নিরাপত্তা বিলে মত দেবে।যদি তারা রাজি না হয় তাহলে সীমান্তে দেয়াল তৈরির খরচের চেয়েও বেশি মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে।

জানা গেছে,বড় দিন উপলক্ষে আয়োজিত পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ফার্স্ট লেডি ম্যালানিয়া ট্রাম্প গেছেন ফ্লোরিডায়।তবে বড় দিন উদযাপনে ট্রাম্পের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার।বড় দিন উপলক্ষে ফাঁকা মার্কিন কংগ্রেসও।বেশিরভাই সংসদ সদস্যরা বাড়িতে চলে গেছেন বড়দিনের ছুটি কাটাতে।ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স পরিবারের সঙ্গে বড়দিন কাটাতে চলে গেছেন নেভাল অভজারভেটরিতে।শাটডাউন নিয়ে এমনিতেই চাপে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের অর্থ বরাদ্দ নিয়ে মতবিরোধে তৈরি হয়েছে অচলাবস্থা। শনিবার থেকে আংশিক অচল হয়ে আছে সরকার।বড়দিনের ছুটি শেষ হওয়ার আগে অচলাবস্থা কাটবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।গত সপ্তাহে ৮ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের সব বিভাগের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দের একটি বিল অনুমোদন করেছিল প্রতিনিধি সভা।বিলে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য অতিরিক্ত ৫০০ কোটি ডলার অন্তর্ভুক্তির দাবি জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।প্রেসিডেন্টের এই দাবি নিয়ে সেনেটের সদস্যদের মতবিরোধ শুরু হয়।

Leave a Reply

Developed by: TechLoge

x