দেউলগ্রাম ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত (ইউকেবাংলাটিভি নিউজ)

আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।।  বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকের এক ইফতার ও দোয়া মাহফিল এবং সংগঠনের প্রকাশিত  ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

২০মে সোমবার পূর্বলন্ডনের হোয়াইটচ্যাপলের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি হাজি নুরুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতি আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব এক আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেট বারার মেয়র জন বিগস।

এসময় বক্তব্য রাখেন, মোহাম্মদ নাজিমুদ্দিন, হাজি ইমাদ উদ্দিন, জাকারিয়া আহমদ হীরা, হাজি ফখর উদ্দিন, ফারুক উদ্দিন  ও আরো অনেকে ।   মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মাহমুদ আলী লংলী। এছাড়া  হাজী এমাদ উদ্দিন , হাজি আব্দুল হান্নান   হাবিবুর রহমান ময়না, রেহান উদ্দিন দুলাল  , এনাম উদ্দীন সুনাই , হাজী মাখন মিয়া ,  হাজী নাজমুল হক , হাজী আবুল হুছাইন , হাজী বখতিয়ার উদ্দীন , হাজী আলী আক্তার , আব্দুল মুছব্বির , আব্দুস সবুর উদ্দিন , আব্দুস সামাদ উদ্দীন , আজমল হুসাইন মাছুম আহমদ , মামুন আহমেদ , সুমন আহমেদ ও ব্রিটেনে বসবাসরত দেউলগ্রামবাসী সহ বিভিন্ন  সংগঠনের নেতা কর্মী ও কমিউনিটি ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন ।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x