দেউলগ্রাম ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত (ইউকেবাংলাটিভি নিউজ)
আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।। বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকের এক ইফতার ও দোয়া মাহফিল এবং সংগঠনের প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
২০মে সোমবার পূর্বলন্ডনের হোয়াইটচ্যাপলের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি হাজি নুরুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতি আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব এক আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেট বারার মেয়র জন বিগস।
এসময় বক্তব্য রাখেন, মোহাম্মদ নাজিমুদ্দিন, হাজি ইমাদ উদ্দিন, জাকারিয়া আহমদ হীরা, হাজি ফখর উদ্দিন, ফারুক উদ্দিন ও আরো অনেকে । মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মাহমুদ আলী লংলী। এছাড়া হাজী এমাদ উদ্দিন , হাজি আব্দুল হান্নান হাবিবুর রহমান ময়না, রেহান উদ্দিন দুলাল , এনাম উদ্দীন সুনাই , হাজী মাখন মিয়া , হাজী নাজমুল হক , হাজী আবুল হুছাইন , হাজী বখতিয়ার উদ্দীন , হাজী আলী আক্তার , আব্দুল মুছব্বির , আব্দুস সবুর উদ্দিন , আব্দুস সামাদ উদ্দীন , আজমল হুসাইন মাছুম আহমদ , মামুন আহমেদ , সুমন আহমেদ ও ব্রিটেনে বসবাসরত দেউলগ্রামবাসী সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মী ও কমিউনিটি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী