এফ আর জে ট্রাভেলসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত (ইউকেবাংলা টিভি নিউজ)
আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পূর্ব লন্ডনের মাইল এন্ডের ব্যবসায়ীক প্রতিষ্ঠান এফ আর জে ট্রাভেলসের এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ মে সোমবার প্রতিষ্ঠানের কর্ণধার দেলোয়ার হোসেনের আয়োজনে ও ইকবাল হোসেনের পরিচালনায় ৮৫ বার্ডেট রোডের অফিসে অনুষ্টিত এ মাহফিলে টাওয়ার হেমলেট বারার সাবেক স্পীকার আয়াস মিয়া, নিউহ্যাম বারার ডেপুটি স্পীকার ব্যারিস্টার নাজির আহমদ, লন্ডনবাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী, জে এম জি কার্গোর মনির আহমদ, সি এম মিডিয়ার শামীম সাহান, একাউন্টেন্ট বদরুল হক, ট্রাভেলসের ম্যানেজার লুৎফুর রহমান সহ প্রতিষ্ঠানের গ্রাহক , শুভানুধ্যায়ী এবংব্যবসায়িক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলে মুসলিম উম্মাহ সহ সকল জাতি ধর্মের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী