এফ আর জে ট্রাভেলসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত (ইউকেবাংলা টিভি নিউজ)

আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পূর্ব লন্ডনের মাইল  এন্ডের ব্যবসায়ীক প্রতিষ্ঠান এফ আর জে  ট্রাভেলসের এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ মে সোমবার প্রতিষ্ঠানের কর্ণধার দেলোয়ার হোসেনের আয়োজনে ও ইকবাল হোসেনের পরিচালনায় ৮৫ বার্ডেট রোডের অফিসে অনুষ্টিত এ মাহফিলে টাওয়ার হেমলেট বারার সাবেক স্পীকার আয়াস মিয়া, নিউহ্যাম বারার ডেপুটি স্পীকার ব্যারিস্টার নাজির আহমদ, লন্ডনবাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা  সভাপতি মুহিব চৌধুরী, জে এম জি কার্গোর মনির আহমদ, সি এম মিডিয়ার শামীম সাহান, একাউন্টেন্ট বদরুল হক, ট্রাভেলসের ম্যানেজার লুৎফুর রহমান সহ  প্রতিষ্ঠানের গ্রাহক , শুভানুধ্যায়ী এবংব্যবসায়িক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

মাহফিলে মুসলিম উম্মাহ সহ সকল জাতি ধর্মের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x