আলহাজ্ব আব্দুল খালিক কুটি মিয়া স্মরণে লন্ডনে সভা ও দোয়া মাহফিল

মোহাম্মদ নাজিমুদ্দিন।।  যুক্তরাজ্যের  বার্মিংহামে বসবাসরত বিয়ানীবাজার গোবিন্দ্রশ্রী জামেয়া তায়্যিবার প্রতিষ্ঠাতা পরিচালক, ইকরা ফাউন্ডেশন ইউকের উপদেষ্ঠা, প্রাক্তন শিক্ষক সদ্যপ্রয়াত আলহাজ্ব আব্দুল খালিক কুটি মিয়ার স্মরণে ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টবর রবিবার পূর্বলন্ডনের ফরেস্ট গেইট দারুল উলূম মসজিদে  শাইখ মস্তফা আহমদের সভাপতিত্বে ও  মাওলানা  আশফাকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে শাহাব উদ্দিন, হাবিবুর রহমান ময়না, নাজিম উদ্দিন,  নুরুল হক জে পি, আব্দুল আলিম ফজলু, বাবুল মিয়া,হেলাল উদ্দিন, বিলাল বদরুল, মুফতি সাদিকুর রহমান, হাফিজ আবু আছকর,আলহাজ্ব শফির আহমদ,আলহাজ ময়নুল মিয়া,আলহাজ আমিন উদ্দিন,মাও: নাজির উদ্দিন,মাও:ছাদিকুর রহমান, দুলাল উদ্দিন রাহান,মামুন চৌধুরী, ফারুক মিয়া, নজরুল হক, রেজা আহমদ ,মকলন মিয়া, আব্দুল হান্নান আতাশ, ছালেউর রহমান, লুতফুর রহমান, জামীল বদরুল, নূরুল ইসলাম,সাহেদআহমদ,দেলওয়ার হুছেন,সৈয়দ মিয়া,নজরুল হুসেন,আবুবকর, গুলজার আহমদ, রুহুল আমীন, বাবুল আহমদ, জামালঊদ্দিন ও আরো অনেকে উপস্থিত ছিলেন।

এতে মরহুম কুটি মিয়ার  নিজ এলাকার উন্নয়ন মূলক কর্মকান্ডে অবদানের কথা তুলে ধরে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

Leave a Reply

More News from বিয়ানীবাজার

More News

Developed by: TechLoge

x