বিয়ানীবাজারে মানবতার শিশু সাদাত
বিয়ানীবাজার প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধে নিজের জমানো টাকা দান করে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে বিয়ানীবাজারের শিশু সাদাত এবাদ। মাত্র প্রথম শ্রেণীতে অধ্যয়নরত ৬ বছরের সাদাত এবাদ দীর্ঘ তিন বছর থেকে মাটির ব্যাংকে জমানো টাকা দান করে দেন নিজ এলাকার মানব কল্যানে। দি লাইট হাউস একাডেমির ১ম শ্রেণির ছাত্র সাদাত এবাদ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদের কনিষ্ঠ পুত্র।
৪ জুন বৃহস্পতিবার বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর’য়ের হাতে তাঁর এ সঞ্চয় তুলে দেন। সাদাতের এই টাকা করোনার ভয়াবহ পরিস্থিতিতে রোগ নির্ণয়ে ব্যয়ে করা হবে । সাদাতের এসহায়তায় মুগ্ধ বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর।
এসময় পৌর মেয়র মোঃ আব্দুস শুকুর বলেন, মহামারি করোনা দূর্যোগে ছয় বছর বয়সী সাদাত এবাদের এ মানবিক প্রয়াস অনেক বড়। সে এ বয়সেই মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো। তাঁর দানকৃত ৬ হাজার টাকা করোনা ভাইরাসের নমুনা পরিক্ষার জন্য ২০০ কিট এর সমমূল্য। যা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিনে দেয়া হবে।
সাদাতের পিতা বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ বলেন, করোনা পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের অসহায় মানুষকে অব্যাহতভাবে খাদ্য সহায়তা দিচ্ছেন মাননীয় মেয়র মহোদয়। ত্রাণ তহবিল গঠন করে নগরবাসীকে সহযোগিতার আহ্বানও জানিয়েছেন। মেয়র মহোদয়ের আহ্বানে সাড়া দিয়ে আমার ছেলে মানুষকে সহযোগীতা করার ইচ্ছে পোষণ করায় তার জমানো এই টাকা মেয়রের কাছে হস্তান্তর করা হয় ।
More News from বিয়ানীবাজার
-
লন্ডনে ইউনাইটেড বিয়ানীবাজারের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্টিত ( ইনসাইড টিভি নিউজ )
-
মানবকল্যাণে প্রতিষ্ঠিত হলো বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে ( ইউবি টিভি নিউজ সংযুক্ত )
-
বরেণ্য রাজনীতিবিদ নুরুল ইসলাম নাহিদ এমপি’র ৭৫তম জন্মদিনে কাদির মুরাদের শুভেচ্ছা
-
বিয়ানীবাজারের কৃতি সন্তান ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর সফি আহমদের স্ত্রী ডা. ফারজানার রিরল অর্জন
-
প্রবাসী আনোয়ার হোসেন ও জাকির হোসেনের পিতার ইন্তেকাল : ডেইলিইউকেবাংলা’র শোক
-
প্রফেসর গোলাম কিবরিয়ার রোগমুক্তি কামনা করে লন্ডনে দোয়া মাহফিল