লন্ডনে ইউনাইটেড বিয়ানীবাজারের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্টিত ( ইনসাইড টিভি নিউজ )
আব্দুল কাদির চৌধুরী মুরাদ :: ব্রিটেনে প্রতিষ্টিত আর্ত মানবতা ও সামাজিক কল্যানমূলক সংগঠন ইউনাইটেড বিয়ানীবাজারের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। ২ মার্চ সোমবার পূর্বলন্ডনের একটি একাডেমিক হলে এ সভা অনুষ্টিত হয়।
বিলেতে বাংলাদেশী কমিউনীতিটির প্রবীণ মুরুব্বী আলহাজ মোহাম্মদ আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সুলতান মাহমুদ ও খালেদ আহমদ জয়ের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ সংগঠনের প্রতিষ্টাতা রুহুল এ রহমান চ্যারেটি মূলক এ প্রতিষ্টানের বিগত ৭ বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
সভায় সংগঠনের ত্রিবার্ষিক কমিটিতে রুহুল এ রহমানকে সভাপতি, সলিসিটর সুলতান মাহমুদকে সেক্রেটারী ও তাজুল ইসলাম হেলালকে ট্রেজারার করে ৯১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। সংগঠনটি যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বিয়ানীবাজারবাসীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে উপজেলার প্রত্যেকটি এলাকার উন্নয়ন ও আর্ত পীড়িত মানুষের সেবায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানানো হয়।
এসময় সংগঠনের নব -নির্বাচিত সেক্রেটারী সুলতান মাহমুদ ও সংগঠনের কার্যক্রমে সকলের সহযোহিতা কামনা করেন।
সংগঠনটি যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বিয়ানীবাজারবাসীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে উপজেলার প্রত্যেকটি এলাকার উন্নয়ন ও আর্ত পীড়িত মানুষের সেবায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানানো হয়। সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন শামসুল চৌধুরী বাপ্পী এবং নব কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন সমাজসেবী সরোয়ার আহমদ খান।
সভায় সংগঠনের ত্রিবার্ষিক কমিটিতে রুহুল এ রহমানকে সভাপতি, সলিসিটর সুলতান মাহমুদকে সেক্রেটারী ও তাজুল ইসলাম হেলালকে ট্রেজারার করে ৯১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
এ সভায় উপস্থিত ছিলেন,রাহুলের রহমান চেয়ারম্যান, সুলতান মাহমুদ সেক্রেটারি, তাজুল ইসলাম হেলাল ট্রেজারার, সরোয়ার খান সিনিয়র ভাইস চেয়ারম্যান, হিফজুল খান ভাইস চেয়ারম্যান, বাবুল হোসেন ভাইস চেয়ারম্যান,আসুক আহমদ ভাইস চেয়ারম্যান, জয়নুল ইসলাম ভাইস চেয়ারম্যান, লায়েক চৌধুরী ভাইস চেয়ারম্যান, আসুক আহমদ ভাইস চেয়ারম্যান, খালেদ আহমদ সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, শফিকুল হক অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার, জুবায়ের আহমদ জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি, দেলোয়ার হোসেন জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি, এবাদুর রহমান এসিস্টেন্ট পাবলিকেশন সেক্রেটারি, আলী হোসেন মেম্বার সেক্রেটারি, আব্দুল সামাদ কালচারাল সেক্রেটারি, ফরিদ উদ্দিন আফজাল অফিস সেক্রেটারী, নুরুল আলম এসিষ্টেন্ট সেক্রেটারী, শহিদুল ইসলাম রামাযান প্রজেক্ট সেক্রেটারি, শাহজাহান আহমেদ রিলিজিয়ান এন্ড চ্যারেটি সেক্রেটারি, সাইদুল খান হারবাল হেল্ট অ্যাডভাইজার এবং কমিটির একজিকিউটিভ মেম্বার হলেন , হেলাল উদ্দিন, খায়রুল খান মোমিনুল ইসলাম লিমন, বদরুল হোসেন, ইমরানুল হক হেলাল, মাহ্দী রাজীব , ইমরানুল হক,রুকন রহমান, হাসান আহমদ,মোঃ আজিম ও উপদেষ্টা মন্ডলী, আব্দুল কাদির , শাহাবুদ্দিন , নাজিমুদ্দিন, মাতাব উদ্দিন , জাহিদুর রহমান।
More News from বিয়ানীবাজার
-
মানবকল্যাণে প্রতিষ্ঠিত হলো বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে ( ইউবি টিভি নিউজ সংযুক্ত )
-
বরেণ্য রাজনীতিবিদ নুরুল ইসলাম নাহিদ এমপি’র ৭৫তম জন্মদিনে কাদির মুরাদের শুভেচ্ছা
-
বিয়ানীবাজারের কৃতি সন্তান ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর সফি আহমদের স্ত্রী ডা. ফারজানার রিরল অর্জন
-
প্রবাসী আনোয়ার হোসেন ও জাকির হোসেনের পিতার ইন্তেকাল : ডেইলিইউকেবাংলা’র শোক
-
প্রফেসর গোলাম কিবরিয়ার রোগমুক্তি কামনা করে লন্ডনে দোয়া মাহফিল