যুক্তরাজ্য যুবদলের সমাবেশ: বেগম খালেদা জিয়া কে নিয়ে এ কি বিতর্কিত নাটক ! ভাইরাল সমালোচনা ?
ডেইলিইউকেবাংলা।। বেগম খালেদা জিয়ার দুই বছর কারাবরণের পূর্তি উপলক্ষে এবং তার মুক্তির দাবিতে যুক্তরাজ্য যুবদল ব্রিটিশ পার্লামেন্টের সামনে মানব বন্ধনের আয়োজন করে ।
এই মানব বন্ধন চলাকালীন সময়ে প্রতীকী কারাগার বানিয়ে বিএনপির এক মহিলা কর্মীকে বেগম জিয়া সাজিয়ে কারারুদ্ধ করে ভেতরে বসানো হয়।
এ চরিত্রে অত্যন্ত উগ্র মেকাপ আর সাজগোজ করে কারাগারের ভিতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে বুঝানো হয়। এসময় উপস্থিত অনেকেই এ উপস্থাপনাকে অশালীন ও দৃষ্টিকটু বলে মনে করেন। তাৎক্ষনিকভাবে সেখানে উপস্থিত বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন অনেকেই সমাবেশ স্থল ত্যাগ করেন। পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্র প্রতীকী বেশে বেগম খালেদা জিয়ার এসব ছবি আসার সাথে সাথেই শুরু হয় সমালোচনার ঝড় | সৃষ্টি করে বিতর্ক। ভাইরাল হয় সমালোচনা ? এ বিতর্ক শুধু বিএনপি নেতা কর্মীদের মাঝে নয়, বিএনপি সমর্থিত সাধারণ মানুষ ও পেশাজীবীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করছেন।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী