যুক্তরাজ্য যুবদলের সমাবেশ: বেগম খালেদা জিয়া কে নিয়ে এ কি বিতর্কিত নাটক ! ভাইরাল সমালোচনা ?

ডেইলিইউকেবাংলা।। বেগম খালেদা জিয়ার দুই বছর কারাবরণের পূর্তি উপলক্ষে এবং তার মুক্তির দাবিতে যুক্তরাজ্য যুবদল ব্রিটিশ পার্লামেন্টের সামনে মানব বন্ধনের আয়োজন করে ।

এই মানব বন্ধন চলাকালীন সময়ে প্রতীকী কারাগার বানিয়ে বিএনপির  এক মহিলা কর্মীকে বেগম  জিয়া সাজিয়ে কারারুদ্ধ করে ভেতরে বসানো হয়।

এ চরিত্রে অত্যন্ত উগ্র মেকাপ আর সাজগোজ করে কারাগারের ভিতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে বুঝানো হয়।  এসময় উপস্থিত অনেকেই এ উপস্থাপনাকে অশালীন ও দৃষ্টিকটু বলে মনে করেন।  তাৎক্ষনিকভাবে সেখানে উপস্থিত বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন অনেকেই সমাবেশ স্থল ত্যাগ করেন। পরে ছবিটি  সামাজিক যোগাযোগ মাধ্যমে  উগ্র  প্রতীকী বেশে বেগম খালেদা জিয়ার এসব ছবি আসার সাথে সাথেই শুরু হয় সমালোচনার ঝড় | সৃষ্টি করে বিতর্ক। ভাইরাল হয় সমালোচনা ? এ বিতর্ক শুধু বিএনপি নেতা কর্মীদের মাঝে নয়,  বিএনপি সমর্থিত সাধারণ মানুষ ও পেশাজীবীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করছেন।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x