প্রফেসর গোলাম কিবরিয়ার রোগমুক্তি কামনা করে লন্ডনে দোয়া মাহফিল

একিউ চৌধুরী মুরাদ ।। লন্ডনে,  সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, প্রফেসর এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার এর রোগ মুক্তি কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ ফেব্রুয়ারী সোমবার বাদ এশা পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার এশাতুল জামে মসজিদে যুক্তরাজ্যস্থ গোলাম কিবরিয়ার তাপাদারের পরিবারের পক্ষ থেকে এ  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন  মসজিদের খতিব মাওলানা শামসুল হক।

বিয়ানীবাজার থানার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের কৃতি সন্তান, বিয়ানীবাজারের পরিচিত মুখ প্রফেসর এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার এর রোগ মুক্তি কামনার দোয়া পূর্ব এক  আলোচনায়, তাঁর  জীবনীর উপর আলোকপাত করে বক্তব্য রাখেন রউফুল ইসলাম, এনায়েত হোসেইন সারওয়ার, দেলওয়ার হোসেন, ব্যারিষ্টার আবুল কামাল চৌধুরী।

মিছবা রহমানের আহবানে অনুষ্ঠিত  দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুর উদ্দিন, নুরুল ইসলাম মছা, মুহিবুর রহমান মুহিব, আহাদ চৌধুরী, ফখরুল ইসলাম, ফয়জুল হক, হাবিবুর রহমান ময়না, বাবুল হোসেইন, আব্দুল ওদুদ, ফখরুল ইসলাম, ফারুক বকস্, ছায়াদ আহমদ ছাদ, শিহাব উদ্দিন কাজল, জামাল খান, আব্দুল বাছির, আতিকুর রহমান, লুৎফুর রহমান ছায়াদ, আব্দুল কাদির চৌধুরী মুরাদ ,আব্দুল আহাদ, জইন উদ্দিন পাপলু, বদরুল আলম, মোজাহিদুল ইসলাম, দেলওয়ার হোসেন দেলু, এমরান আহমদ, কামরুল ইসলাম, ফখরুল ইসলাম, নুরুল হক, সাদিকুর রহমান বকুল, আবুল কাহের নানু, খায়রুল ইসলাম বাবলু, দিলাল আহমদ, আহমেদ শরিফ, লুৎফুর রহমান, আতিকুর রহমান, খায়রুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন মজনু, নুরুল ইসলাম, খসরুজ্জামান, মানিক হোসেন, দেলওয়ার হোসেন, মাওলানা সাজু, সাহেদ আহমদ, ডাঃ তারেকুজ্জামান ইপু, কামরুল ইসলাম মুন্না, জাফর খান ও আরো অনেকে ।

Leave a Reply

More News from বিয়ানীবাজার

More News

Developed by: TechLoge

x