মাতৃভাষা দিবসে সপ্তসুর স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান

রুপি আমিন ।। মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে,  কেন্টে অবস্থিত সপ্তসুর মিউজিক স্কুলের ছাত্রছাত্রীরা উদযাপন করলো এক সাংস্কৃতিক অনুষ্ঠান।

সপ্তসুর মিউজিক স্কুলের শিক্ষিকা রুপি আমিনের পরিচালনায় ও উপস্থাপনায় শুরুতে আন্তর্জাতিক মাতৃভাষার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন তানভীর হোসেন।

অনুষ্ঠানে বিশিষ্ট মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনকে সপ্তসুরের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি,  এই গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্ব শুরু হয় এবং একে একে স্কুলের  সব ছাত্র ছাত্রীরা গান ও কবিতা আবৃতি করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

গত রবিবার বেক্সলিহিথের স্থানীয় একটি হলে  এই অনুষ্ঠানে আরো  উপস্থিত ছিলেন , ডাক্তার মনজুর  শওকত, রওনক আনোয়ার,  গৌতম শিকদার, আব্দুর রউফ, সুলতানা রাজিয়া, ও জাহিদ শৈবাল সহ আরো অনেকে।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x