মাতৃভাষা দিবসে সপ্তসুর স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান
রুপি আমিন ।। মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, কেন্টে অবস্থিত সপ্তসুর মিউজিক স্কুলের ছাত্রছাত্রীরা উদযাপন করলো এক সাংস্কৃতিক অনুষ্ঠান।
সপ্তসুর মিউজিক স্কুলের শিক্ষিকা রুপি আমিনের পরিচালনায় ও উপস্থাপনায় শুরুতে আন্তর্জাতিক মাতৃভাষার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন তানভীর হোসেন।
অনুষ্ঠানে বিশিষ্ট মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনকে সপ্তসুরের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি, এই গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্ব শুরু হয় এবং একে একে স্কুলের সব ছাত্র ছাত্রীরা গান ও কবিতা আবৃতি করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
গত রবিবার বেক্সলিহিথের স্থানীয় একটি হলে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , ডাক্তার মনজুর শওকত, রওনক আনোয়ার, গৌতম শিকদার, আব্দুর রউফ, সুলতানা রাজিয়া, ও জাহিদ শৈবাল সহ আরো অনেকে।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী