পূর্বলন্ডনের আলহাজ্ব কফিল উদ্দীন আর নেই

ডেইলিইউকেবাংলা ।।  যুক্তরাজ্য প্রবাসী পূর্বলন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব  কফিল উদ্দীন আর নেই, (ইন্নালিল্লাহি …..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। পূর্ব লন্ডনের গেলসওয়ারথী এভিনিউ এর বাসিন্দা আলহাজ্ব  কফিল উদ্দীন ২৪ এপ্রিল ১ম রামাজান বার্ধক্য জনিত কারনে  রাত ৯.২০মিনিটে  রয়েল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করেন।

মরহুম  আলহাজ্ব  কফিল উদ্দীনের দেশের বাড়ী বিয়ানীবাজার উপজেলার চারখাই। মরহুমের নামাজে জানাযা ও দাফন আগামী বুধবার গার্ডেন অব  পিছ এ সম্পন্ন করা হবে। বর্তমান বৈশ্বয়িক পেক্ষিতে ৫জনই জানাজার নামাজে অংশ গ্রহন করতে পারবেন। মরহুম আলহাজ্ব  কফিল উদ্দীনের পরিবারের পক্ষথেকে  একমাত্র ছেলে জাকির উদ্দিন তাঁর বাবার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

এদিকে  আলহাজ্ব  কফিল উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিশিষ্ট সমাজসেবী-রাজনীতিবিদ আফসার খান সাদেক, চারখাই দলই’র বাড়ি ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে সভাপতি আহাদ কবির ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x