পূর্বলন্ডনের আলহাজ্ব কফিল উদ্দীন আর নেই
ডেইলিইউকেবাংলা ।। যুক্তরাজ্য প্রবাসী পূর্বলন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কফিল উদ্দীন আর নেই, (ইন্নালিল্লাহি …..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। পূর্ব লন্ডনের গেলসওয়ারথী এভিনিউ এর বাসিন্দা আলহাজ্ব কফিল উদ্দীন ২৪ এপ্রিল ১ম রামাজান বার্ধক্য জনিত কারনে রাত ৯.২০মিনিটে রয়েল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করেন।
মরহুম আলহাজ্ব কফিল উদ্দীনের দেশের বাড়ী বিয়ানীবাজার উপজেলার চারখাই। মরহুমের নামাজে জানাযা ও দাফন আগামী বুধবার গার্ডেন অব পিছ এ সম্পন্ন করা হবে। বর্তমান বৈশ্বয়িক পেক্ষিতে ৫জনই জানাজার নামাজে অংশ গ্রহন করতে পারবেন। মরহুম আলহাজ্ব কফিল উদ্দীনের পরিবারের পক্ষথেকে একমাত্র ছেলে জাকির উদ্দিন তাঁর বাবার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে আলহাজ্ব কফিল উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিশিষ্ট সমাজসেবী-রাজনীতিবিদ আফসার খান সাদেক, চারখাই দলই’র বাড়ি ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে সভাপতি আহাদ কবির ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী