বিয়ানীবাজারের কৃতি সন্তান ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর সফি আহমদের স্ত্রী ডা. ফারজানার রিরল অর্জন
ডেইলিইউকেবাংলা।। করোনা মহামারীতে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস( NHS) এ কর্মরত ডাক্তার, নার্স সহ বিভিন্ন শাখায় যারা ফ্রন্টলাইন যোদ্ধা হিসাবে কোভিড ১৯ রোগীদের সেবা দিয়েছেন, তাদের মানবিকতা ও সাহসিকতার প্রতি সম্মান প্রদর্শন করতে NHS তাদের স্টাফদের মধ্য থেকে সেরাদের তালিকা তৈরি করেছে ।
এই শ্রেষ্ঠদের অন্যতম বাংলাদেশী বংশোদ্ভুত ডাক্তার ফারজানা হোসেন । ডাক্তার ফারজানা হোসেন বিশ্বের অন্যতম ভার্চৃয়াল সার্জন এবং ক্যান্সার বিশেষজ্ঞ বাংলাদেশী বংশোদ্ভুত প্রফেসর সফি আহমদের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন ডাক্তার সফি আহমদের চাচাত ভাই লন্ডন প্রবাসী সরওয়ার আহমদ।
তিনি জানন, ন্যাশনাল হেলথ সার্ভিস( NHS) এ কর্মরত ডাক্তার, নার্স সহ বিভিন্ন শাখায় যারা ফ্রন্টলাইন যোদ্ধা হিসাবে শ্রেষ্ঠদের তালিকায় ১২জন স্থান পেয়েছেন । শ্রেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শন এবং মানুষকে ভালো কাজে উৎসাহিত করতে বৃটেনের বিলবোর্ডে তাদের ছবি প্রদর্শন করা হয়েছে। ডা: ফারজানা হোসেন এর কর্মের এই স্বীকৃতি ব্রিটেনে বাংলাদেশীদের জন্য গৌরবের ।
উল্লেখ্য চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করা বিয়ানীবাজারের সন্তান ডা. শফি আহমেদ ব্রিটেনের সবচেয়ে প্রভাবশালী চিকিৎসক হিসাবে সম্মাননা পেয়েছিলেন। গুগল গ্লাস ব্যবহার করে রোগীর অস্ত্রপচার সম্প্রচার করে তিনি চিকিৎসাস্ত্রে বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর এ বিরল কৃতিত্ব অর্জন করায় ‘ব্রিটিশ-বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইনসপায়ারেশন (বিবিপিআই)’ তাঁকে এ সম্মানে ভূষিত করে। এর আগে একই সম্মানে ভূষিত হয়েছেন ডা. শফির বড় বোন ক্রাউন কোর্টে প্রথমবারের মত কোন বাংলাদেশি হিসেবে পদোন্নতি পাওয়া বিচারিক জজ ব্যারিস্টার স্বপ্নারা খাতুন।
ডা. শফি আহমেদের পিতা প্রয়াত মিম্বর আলী মুক্তিযদ্ধের সফল সংগঠক ও বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি ছিলেন। তিন ভাই ও ১ বোনের মধ্যে ডা. শফি তৃতীয়। চিকিৎসক স্ত্রী ও দুই সন্তান নিয়ে ব্রিটেনের তাদের গোছানো সংসার। বাংলাদেশে তাঁর বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মোল্লাগ্রামে।
More News from বিয়ানীবাজার
-
লন্ডনে ইউনাইটেড বিয়ানীবাজারের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্টিত ( ইনসাইড টিভি নিউজ )
-
মানবকল্যাণে প্রতিষ্ঠিত হলো বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে ( ইউবি টিভি নিউজ সংযুক্ত )
-
বরেণ্য রাজনীতিবিদ নুরুল ইসলাম নাহিদ এমপি’র ৭৫তম জন্মদিনে কাদির মুরাদের শুভেচ্ছা
-
প্রবাসী আনোয়ার হোসেন ও জাকির হোসেনের পিতার ইন্তেকাল : ডেইলিইউকেবাংলা’র শোক
-
প্রফেসর গোলাম কিবরিয়ার রোগমুক্তি কামনা করে লন্ডনে দোয়া মাহফিল