কমিউনিটি নেতা মরহুম রউফুল ইসলামের কবর জিয়ারতে, বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের নেতৃবৃন্দ
এমরান আহমদ ।। লন্ডনে লকডাউন কিছুটা শিথিল করায় ৫ আগষ্ট বুধবার বিকালে পূর্ব লন্ডনের ফরেস্ট গেইট এলাকার উড গ্রেঞ্জ পার্ক সেমিট্রিতে রউফুল ইসলামের কবর জিয়ারতের আয়োজন করে নবগঠিত সংগঠন বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে।জিয়ারতে যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজার পৌরসভার লোকজন ছাড়াও অন্যান্য এলাকার লোকজনও অংশগ্রহন করেন।
যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ভূমিদাতা ও হাসপাতালের পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাবেক সভাপতি রউফুল ইসলাম কোভিড-১৯ প্রাণঘাতী করোনা ভাইরাসের সাথে ১৬ দিন যুদ্ধ করে, না ফেরার দেশে চলে যান ১৭ এপ্রিল শুক্রবার। কোভিড-১৯, লকডাউন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি নিষেধের কারণে কমিউনিটির নেতৃবৃন্দ এবং উনার আত্মীয়স্বজন জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নি।
জিয়ারতে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে সমবেত দোয়ায় অংশগ্রহণ করেন, বাংলাদেশ সেন্টারের সহ-সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব, বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের উপদেষ্টা ফয়জুল হক, হুমায়ূন কবির, আবুল হোসেন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের সাবেক এডুকেশন সেক্রেটারী রফিকুল ইসলাম, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকের সভাপতি লুৎফর রহমান ছাযেদ, সহ-সভাপতি শামসুল হক এহিয়া, বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, কোষাধ্যক্ষ জইন উদ্দিন পাপলু, ফেনগ্রাম সমাজকল্যাণ সংস্থা ইউকের সাধারণ সম্পাদক মিছবা রহমান, মাথিউরা উন্নয়ন সংস্থা ইউকের সাবেক সাধারণ সম্পাদক দিলাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সাদেক আহমদ, যুক্তরাজ্যে বসবাসরত পাতনের বাসিন্দা ইসলাম উদ্দিন, নবগঠিত ট্রাষ্টের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম মুজাহিদ, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দেলু, সহ-সাধারণ সম্পাদক মো. এমরান আহমদ, কোষাধ্যক্ষ ইফতেখার আহমদ শিপন, সহ-সাংগঠনিক সম্পাদক ছাদ উদ্দিন, ট্রাষ্টিশীফ সম্পাদক আহমেদ শরীফ প্রমুখ।
এছাড়াও পরিবারের পক্ষ থেকে রউফুল ইসলামের একমাত্র ছেলে ওমর ইসলামও উপস্থিত ছিলেন।
More News from বিয়ানীবাজার
-
লন্ডনে ইউনাইটেড বিয়ানীবাজারের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্টিত ( ইনসাইড টিভি নিউজ )
-
মানবকল্যাণে প্রতিষ্ঠিত হলো বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে ( ইউবি টিভি নিউজ সংযুক্ত )
-
বরেণ্য রাজনীতিবিদ নুরুল ইসলাম নাহিদ এমপি’র ৭৫তম জন্মদিনে কাদির মুরাদের শুভেচ্ছা
-
বিয়ানীবাজারের কৃতি সন্তান ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর সফি আহমদের স্ত্রী ডা. ফারজানার রিরল অর্জন
-
প্রবাসী আনোয়ার হোসেন ও জাকির হোসেনের পিতার ইন্তেকাল : ডেইলিইউকেবাংলা’র শোক
-
প্রফেসর গোলাম কিবরিয়ার রোগমুক্তি কামনা করে লন্ডনে দোয়া মাহফিল