যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব একলিমুজ্জামান নুনু মিঞার মৃত্যু ,যুক্তরাজ্য প্রবাসী বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ-
ডেইলিইউকেবাংলা।। যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব একলিমুজ্জামান ( নুনু মিঞার ) মৃত্যুতে যুক্তরাজ্য প্রবাসী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ কর হয়েছে l আলহাজ্জ্ব একলিমুজ্জামান ( নুনু মিয়া ) গত ২৪ জানুয়ারি ২০২১ইং নিউইর্য়ক ব্রুকডেল হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন।
আলহাজ্জ্ব একলিমুজ্জামান ( নুনু ) দেশের বাড়ি বিয়ানীবাজার পৌরসভা কসবা গ্রাম ( কুনাপাড়ায় ). তিনি ৮;র দশক থেকে নিউইর্য়ক এ বসবাস করে আসছিলেন। নিউইর্য়ক কমিউনিটির এক বিশিষ্ট ব্যক্তিত্ব।ছোট বেলা থেকেই কথা বার্তায় আচার ব্যবহারে ছিলেন আপাদমস্তক একজন ভদ্রলোক এবং অত্যান্ত অতিথি পরায়ণ স্বজন ব্যক্তি l
তিনি সবসময় সংগঠনের দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে রাখতেন অন্যকে দায়িত্ব দিতে পছন্দ করতেন এবং তা’ই করেগেছেন l নিউইয়র্ক বাংলাদেশী কমিউনিটির সকলের প্রিয় মুখ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউ এস.এ.ইনক,এর সাবেক উপদেষ্টা, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা, আল ফুরকান জামে মসজিদের উপদেষ্টা, ও বাংলাদেশ সোসাইটির সাবেক ট্রাষ্টি বোড মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক, ক্রীড়াবিদ,কমিউনিটি এ্যাক্টিভিস্ট, একলিমুজ্জামান নুনু আর্থসামাজিক উন্নয়নে তাঁর অতুলনীয় ভূমিকা ছিল যা বাংলাদেশি কমিউনিটিতে প্রশংসনীয়, কখনো ভোলার মত নয় l তাঁর এই চলে যাওয়া কখনো পুরন হবার নয়, আলহাজ্জ্ব একলিমুজ্জামান নুনু মিয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে, শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন,বিশিষ্ট শিল্পপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্জ্ব সামসুদ্দিন খান, ব্রিকলেন জামে মসজিদের খতিব মৌলানা জিল্লুর রাহমান চৌধুরী,বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি যুক্তরাজ্যের প্রতিষ্ঠাতা সভাপতি আসুক আহমেদ আসুক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সাবেক সভাপতি মারুফ আহমেদ চৌধুরী,সমিতির উপদেষ্টা ডাক্তার ফয়জুল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা ফয়জুর রহমান খান,জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাজ্যের সভাপতি মুহিবুর রাহমান মুহিব, সাধারন সম্পাদক আমিনুল হক জিলু, সমিতির উপদেষ্টা সাহাব উদ্দিন আহমদ চঞ্চল, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব আফাজ উদ্দিন, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের সিইও এইস এম সাহাব উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট যুক্তরাজ্যের সভাপতি মোহাম্মদ আব্দুল বাছিত, সাধারন সম্পাদক আনোয়ার শাহজাহান, কোষাধ্যক্ষ বদরুল আলম বাবুল, ওয়েস্টমিনিস্টার বারা কাউন্সিলর সাবেক কাউন্সিলর মেহফুজ আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট আলী হায়দার, চিক্সস যুক্তরাজ্যের সভাপতি ডক্টর মালিক চৌধুরী নানু, সহ সভাপতি আসুক আহমদ, সাধারণ সম্পাদক আক্তার আলী চৌধুরী, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট যুক্তরাজ্যের সভাপতি আব্দুল করিম নাজিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন
কোষাধক্ষ্য ইফতেখার হোসেন সিপন, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি যুক্তরাজ্যের সাবেক সভাপতি আলহাজ্জ্ব মনজ্জির আলি, সাবেক সহ সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সহ সভাপতি আফছার খান সাদেক, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মেদ নাজিমুদ্দিন, বিয়ানীবাজার কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ছরওয়ার আহমদ,মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল কাদির চৌধুরী মুরাদ, কমিউনিটি একটিভিস্ট আব্দুল বাছির, সমিতির সভাপতি লুৎফুর রহমান সায়াদ, সহ সভাপতি সামসুল হক এহিয়া, সাধারন সম্পাদক আব্দুল আহাদ, সহ সভাপতি দিলাল আহমদ, সমিতির সাবেক সভাপতি জাহাঞ্জীর খান, সাধারণ সম্পাদক এম মাসুদ আহমেদ,কোষাধক্ষ্য কয়েস আহমদ, সহ সভাপতি মো: মুজাহিদুল ইসলাম, রাহমান মিছবা, বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট যুক্তরাজ্যের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক দেলওয়ার হুসেইন দিলু ও আরো অনেকে l