মরহুম আব্দুল কুদ্দুস ও মরহুম মাস্টার রুহুল আমিন স্মরণে মাথিউরা প্রবাসীদের শোকসভা অনুষ্ঠিত
ডেইলিইউকেবাংলা: যুক্তরাজ্যে বসবাসরত মাথিউরা প্রবাসীদের উদ্যোগে ৪নভেম্বর সমবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের একটি স্থানীয় রেস্তুরেন্টে মাথিউরা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুল কুদ্দুস ও মরহুম মাস্টার রুহুল আমিন ( ফাত্তাহ ) স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নূর উদ্দিন লোদীর পরিচালনার সভাপতিত্ব করেন লন্ডন কমিউনিটির বিশিষ্ট মোরব্বী আব্দুল হাই ।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হোসেন ওয়াদুদ, হোসেন আহমদ ,আলা উদ্দিন, ছরওয়ার আহমদ, অজি উদ্দিন আনোয়ার আহমদ, জেবুল ইসলাম, সাহাব উদ্দিন, আব্দুল লতিব, আবদুর রহিম শামীম, আহমদ, জবলু আহমদ, ,শাহাজাহান, আসিকুর রহমান, মূরাদ ,দেলওয়ার আহমদ ও আরো অনেকে।
সভায় উপস্থিত সকল মরহুমদের আত্মার মাগফিরাত ও কামনা দোয়া করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী