যুক্তরাজ্যের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন ‘ম্যাসেজ কালচারাল গ্রূপ এর কমিটি গঠন
ডেইলিইউকেবাংলা: সাংস্কৃতিক সংগঠন ‘’মেসেজ কালচারাল গ্রূপ এর ২০১৮/২০১৯ সালের নব নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচিতরা হচ্ছেন প্রেসিডেন্ট: গুলজার আহমদ, জেনারেল সেক্রেটারী: শাহিদুল ইসলাম, ট্রাজারার: জাহাংগীর আলম, নাট্য বিভাগ পরিচালক: মুহিব চৌধুরী, সংগীত পরিচালক: নওশাদ মাহফুজ, তারবিয়াহ সেক্রেটারী: আনোয়ার হোসেন আনু, মিডিয়া সেক্রেটারী: আখতার হোসেন কাওছার, মাওলানা আশরাফুল ইসলাম ও জাহাংগীর আলম, ইভেন্ট সেক্রেটারী: মোহাম্মদ আলী, সহকারী সংগীত পরিচালক, এমডি জাহিদুল ইসলাম জাহেদ, জাহাংগীর আলম, আনু মিয়া। কোরআন শিক্ষক: নওশাদ মাহফুজ, সাঈদুর রহমান ও আব্দুল আহাদ, সহকারী নাট্যকার: গুলজার আহমদ, শাহিদুল ইসলাম,জাহান্গীর আলম, কাওছার,ও মোহাম্মদ আলী। উল্লেখ্য সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষে গঠিত এই সংগঠনটি ২০০০ সাল থেকে যুক্তরাজ্যে সাংস্কৃতিক অংগনে নিরলসভাবে কাজ করে আসছে।
প্রতি দুই বৎসর অন্তর গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নিযুক্ত হয়ে থাকেন, সভাপতি সকল সদস্যদের সাথে পরামর্শ করে বিভিন্ন বিভাগের দায়ীত্ব প্রদান করে থাকেন।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী