জিএসসি রিজিওনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেইলিইউকেবাংলা: গ্রেটার সিলেট কাউন্সিলের একটি গতিশীল ও অনুপ্রেরণীয় রিজিওন নর্থ ইস্ট রিজিওনের সাউথ শিল্ডে ইন্ডিয়ান ব্রাসারি রেস্টুরেন্টে গত ৬ ডিসেম্বর বুধবার গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র (জিএসসি) বিভিন্ন রিজিওনের কমিউনিটি নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে ২৫ ফেব্রুয়ারী ২০১৭ তারিখে ঘোষিত নির্বাচন ও বিজিএম উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নর্থ ইস্ট রিজিওনের সাবেক সভাপতি ও জিএসসি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রকিব শিকদার ।

সভায় জিএসসি নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, দ্য নর্থ, স্কটল্যান্ড, সাউথ ওয়েলস, সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট, ইস্ট এংলিয়া’র রিজিওনাল কমিটির নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি অন্যান্য রিজিওনের নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিতিতে মত বিনিময় সভায় গ্রেটার সিলেট কাউন্সিলের আগামী নির্বাচন নিয়ে এক প্রাণবন্ত আলোচনা অনুষ্টিত হয়েছে। মতবিনিময় সভায় বিগত দিনের কার্যক্রম ও প্রতিবন্দ্বকতা নিয়ে বিশদ আলোচনার পাশাপাশি আগামীতে একটি শক্তিশালী, জিএসসি’র লক্ষ্য উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাশীল এবং জিএসসি দরদী প্রতিটি রিজিওনাল কমিটি’র নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সমন্বয়ে একটি যুগোপযোগী ও দক্ষ কমিটি গঠনের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবনা ও সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ গ্রহণ করা হয়েছে।

জিএসসি’র গৌরবোজ্জল ইতিহাস ফিরিয়ে আনার পাশাপাশি জিএসসিকে সকল প্রবাসীদের দাবি দাওয়া আদায়ে একটি কার্যকরী সংগঠনে পরিণত করতে জিএসসি প্রেমিক সকল রিজিওনের নেতৃবৃন্দ ও সদস্যদের সমন্বিত উদ্যোগে শীগ্রই এসব প্রস্তাবনা ও পরামর্শ বাস্তবায়নে কার্যকরী ভূমিকা নেয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। জিএসসি’র লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়নে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা এবং সত্য ও সুন্দরের পক্ষ্যের সকলের সমন্বিত উদ্যোগে জিএসসিকে একটি গতিশীল ও অনুকরণীয় সংগঠনে পরিণত করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন জিএসসি কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মাহবুব, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নর্থ ওয়েস্ট রিজিওনের উপদেষ্ঠা কমিটির সদস্য ছুরাবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নর্থ রিজিওনের সভাপতি ফয়জুর রহমান চৌধুরী, নর্থ ইস্ট রিজিওনের সভাপতি এম এ মান্নান (ময়না), কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও স্কটল্যান্ড রিজিওনের সভাপতি নুনু মিয়া, নর্থ ওয়েস্ট রিজিওনের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ মুজিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি ও নর্থ ইস্ট রিজিওনের জেনারেল সেক্রেটারি হাবিবুর রহমান রানা, সাউথ ওয়েলস রিজিওনের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি মকিস মনসুর আহমেদ, সাউথ ইস্ট রিজিওনের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি ডক্টর এম মুজিবুর রহমান, নর্থ ইস্ট রিজিওনের ফাউন্ডার চেয়ারম্যান মাহবুব নুরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য নিজাম উদ্দিন, আশরাফ মিয়া, হারুনার রাশিদ, নর্থ ওয়েস্ট রিজিওনের সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম, জেনারেল সেক্রেটারি এডভোকেট গোলাম মোস্তফা, স্কটল্যান্ড রিজিওনের ট্রেজারার লিটন আহমেদ, সাউথ ওয়েস্ট রিজিওনের ট্রেজারার সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, নর্থ ইস্ট রিজিওনের ট্রেজারার সৈয়দ শহিরুল বারী, সাংগঠনিক সম্পাদক ময়নূল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি শিপন আহমেদ, সৈয়দ শরীফ আহমেদ, সান্ডারল্যান্ড শাখার সাবেক সভাপতি আব্দুর রউফ (মইনুল ইসলাম), নিউক্যাসল ব্রাঞ্চের সভাপতি মোঃ আফসারুজ্জামান পারভেজ, সাবেক সভাপতি হোসেন আহমেদ (ইনছাব আলী), সাউথ শিল্ড ব্রাঞ্চের সভাপতি নূর আহমেদ কিনু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাউথ ইস্ট রিজিওনের কদর উদ্দিন, আব্দুর রহিম রঞ্জুসহ নর্থ ইস্ট রিজিওনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

জিএসসি’র বিভিন্ন রিজিওন, নর্থ ইস্ট রিজিওন ও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন এনামুল হক চৌধুরী, জামাল সারওয়ার, আনর মিয়া, সুফী আহমেদ, আজিমুজ্জামান বক্স, অলিউল ইসলাম মিঠু, মজিবুল হক শাহী, মিসবা তরফদার, এমদাদুল হোসাইন চৌধুরী, মুহিত আহমেদ, মোশাহিদ আহমেদ লস্কর, দিলাল চৌধুরী, আব্দুল মজিদ, হাজি তাজ উল্লাহ, ছালিক উদ্দিন আহমেদ, আলী রাজা, মোঃ জসিম উদ্দিন, মোঃ আসাদ মিয়া, আব্দুল মিয়া লিটন, আবুল কালাম আজাদ, শাফিউল আলম শাফি প্রমূখ ।

 

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x