সিলেটে ছাত্রলীগকর্মী খুন

নিউজ ডেস্কঃ সিলেট নগরীতে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। রোববার রাত সোয়া ৯টায় এমসি কলেজের পার্শ্ববর্তী টিলাগড়ে তাকে খুন করা হয়।নিহত ছাত্রলীগ কর্মী তানিম খান সিলেট সরকারি কলেজের বিএ পাস কোর্সের শিক্ষার্থী। তিনি সিলেটের রণজিৎ গ্রুপের কর্মী বলে জানা গেছে।বহুধাবিভক্ত ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে তানিম খুন হন বলে সিলেট ছাত্রলীগ সূত্রের তথ্য।প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫/১৬ জনের একদল ক্যাডার তানিমের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।শাহপরাণ থানার ওসি আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত সোমবার বিকাল ৪টার দিকে দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে ছুরিকাঘাতে খুন হন মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমু (৩০)।

Leave a Reply

More News from সিলেট

More News

Developed by: TechLoge

x