৪ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে সিলেট উৎসব
ডেইলিইউকেবাংলা।। লন্ডনে সিলেট উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৪মার্চ। এই উৎসবকে সামনে রেখে ১৯ জানুয়ারী পূর্ব লন্ডনের ব্রাডিআর্ট সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিলেট উৎসব কমিটি যুক্তরাজ্য ।
উৎসব কমিটির কো-চেয়ার জামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কমিটির চেয়ার সাংবাদিক মানবাধিকার কর্মী আনসার আহমদ উল্ল্যা ৷
লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট উৎসব কমিটি যুক্তরাজ্যের সেক্রেটারী সাংবাদিক আহাদ চৌধুরী বাবু ৷
বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন কমিটির ট্রেজারার ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার আ স ম মাসুম, মিডিয়া সেক্রেটারী জুয়েল রাজ এবং সদস্য সাংবাদিক মোসলেহ উদ্দিন আহমদ, চ্যানেল এসের হেড অব নিউজ সাংবাদিক কামাল মেহেদী ও মুস্তাফিজুর রহমান বেলাল ৷
সংবাদ সম্মেলনে বিলেতের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক দের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়,আমরা একটি বিশেষ উদ্যোগ কে সামনে নিয়ে গতবছরের ঘোষণার আলোকে বৃহতর পরিষরে বিলেতের অবস্থানরত সিলেটবাসীদের এবং প্রবাসীদের জানানোর অংশ হিসাবে আজকের সংবাদ সম্মেলন ৷
ঐতিহ্য কৃষ্টি আর সংস্কৃতির বিশাল বনাঢ্য সমৃদ্ধ ইতিহাসকে অবলম্বন করে বিলেতে ৫ লক্ষ সিলেট প্রবাসীর অৰ্জনকে সকল স্থরে সার্বজনীন ভাবে প্রচার ও তুলে ধরতে আমরা সিদ্ধান্ত নিয়েছি সিলেট সম্মিলন বা সিলেট উৎসব করবো ৷
তারই আলোকে, গত এক বছরের কাজের ধারাবাহিকতার আগামী ৪ঠা মার্চ ১৮ রবিবার পূর্ব লন্ডনে বৃহত্তর সিলেটের রঙ্গিন উৎসব অনুষ্ঠিত হবে, লিখিত বক্তব্যে বলা হয়,আমরা আঞ্চলিক সিমাবদ্ধতায় বিশ্বাসী নই, কিন্তু একটি অঞ্চলের হাজারো সমৃদ্ধ ইতিহাস দেশে বিদেশে বিশাল ভুমিকা রেখেছে পরিবেশ বা কমিউনিটি গড়তে তাই আমাদের দারবদ্বতার প্রশ্নে এ ধরনের আয়োজন ৷
আমরা বিশ্বাস করি সবার অংশ গ্রহনে সার্বজনীন উৎসবে রুপ নিবে ৷ ঐতিহ্যের বন্ধনে নুতন করে উদ্বুদ্ধ করা। সিলেটের সংস্কৃতি, অসাম্প্রদায়িক বনাঢ্যঐতিহ্যর জীবনের মান এবং পথযাত্রার ইতিহাস এবং সফলতার গল্পের কাহিনী স্থান পাবে এই উৎসবে ৷
সিলেট অঞ্চলের লোকজন আজ সারা বিশ্বে ছড়িয়ে আছে। সিলেটিরা শিকড় ছাড়া হতে পারে না
আর এই মুক্ত হতে না পারাটা ‘সিলেটি’ পরিচয়ের অহংকার এই চেতনা ধারণ করে প্রতিবছর ব্রিটেনের প্রতিটি শহরে সবার অংশ গ্রহনে সিলেট উৎসব অনুষ্ঠিত হবে ৷ সবার সাথে আমরা একমত সিলেটকে ব্র্যান্ডিং করতে হবে। সিলেটের পর্যটন শিল্প ব্যবসা বানিজ্য প্রবাসী বিনিয়োগ,মহান মুক্তি যুদ্ধের গৌরব গাঁথা ইতিহাস বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে, মহান মুক্তিযুদ্ধে প্রবাসী সিলেটি বৃহত্তর সিলেটের অবদান এবং পরিচিতি তুলে ধরতে হবে।
তারই ধারাবাহিকতায় শিল্প-সংস্কৃতিতে সিলেটের অবদান তুলে ধরার চিত্র নিয়ে একটি ম্যাগাজিন বের করার ইচ্ছা প্রকাশ করছি ৷
প্রাকৃতিক দুর্যোগের সময় সাহায্য প্রদান, সামরিক একনায়কত্বের বিরুদ্ধে প্রচারণা, চরমপন্থীতা, বাংলাদেশে বিনিয়োগ,
প্রবাসে বর্ণবাদ বিরোধী আন্দোলন, শহীদ আলতাব আলীর জন্ম মাটি সিলেটের বিলেত প্রবাসীদের এই উৎসবে ব্যতিক্ৰমএবংবনাঢ্য করার প্রচেষ্টা থাকবে শত ভাগ৷
রক্তের ঋণের বাংলাদেশ আমাদের ৷ একটি অঞ্চল হচ্ছে বৃহত্তর সিলেট যেটা আমাদের পূর্ব পুরুষের এবং আমাদের প্রিয় শিকড় ৷
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী